Joba_1_ (12)

ফুলের নাম : বহুদল জবা

কিছুদিন আগে থেকে “ঝুমকো জবা”“পঞ্চমুখী জবা” ফুলের কিছু ছবি দিয়েছিলাম। আজ তারই ধারাবাহিকতায় দেখাবো আমার তোলা কিছু “বহুদল জবা” ফুলের ছবি।

বহুদল জবা
আপনারা জানেন জবা ফুলের কয়েকশত প্রজাতির গাছ রয়েছে। এদের কয়েকটি পরিচিত বাংলা নাম হচ্ছে জবা, রক্তজবা, পঞ্চমুখী জবা, জবা কুসুম, মরিচা জবা ইত্যাদি। এদের মধ্যে একটি বিশেষ জবা হচ্ছে বহুদল জবা

সাধারন জবা থেকে বহুদল জবা দেখতে বেশ আলাদা। কারণ একে দেখে মনে হবে দুটি জবা একসাথে হয়ে আছে, আসলে সেখানে কিন্তু একটি জবাই থাকে। বহুদল জবা দেখতে অনেকটাই পঞ্চমুখী জবার মতো।

বিভিন্ন সময় বিভিন্ন যায়গায় বেরাতে গিয়ে বেশ কিছু বহুদল জবা ফুলের ছবি তুলেছি আমি। তাদের ৭টি ছবি আজ দেখালাম এখানে।

আগামী পর্বে দেখাবো “সাদা জবা”

9 thoughts on “ফুলের নাম : বহুদল জবা

  1. ধারাবহিকটির সাফল্য কামনা করছি ছবি দা। জবা সিরিজের ৪র্থ পর্ব অসাধারণ হয়েছে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. আশা করি পঞ্চম পর্ব "সাদা জবা"ও ভালো লাগবে।

  2. আবারও একরাশ মুগ্ধতা মরুভূমি ভাই। সারাদিনের ক্লান্তি ঝরে যায় এমন পোস্টে। :)

    1. অসংখ্য ধন্যবাদ ্আপনাকে সুন্দর মন্তব্যের জন্য। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. বহুদল জবা রাণীদের ছবি দেখে যারপরনাই আনন্দিত হলাম প্রিয় দস্যু ভাই।
    জাস্ট ফ্যান্টাসটিক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. আশা করি পরের পর্বে "সাদা জবা"ও ভালো লাগবে।

মন্তব্য প্রধান বন্ধ আছে।