ভয় নেই জল খই
এবার নাকি ঈশ্বর চিনেছে বালিহাঁস-
দু’হাস ছুঁয়ে স্পর্শ করবে আপন চিত্তরঞ্জন;
চৈত্রখরা দীর্ঘশ্বাস বালিহাঁস এখনও
ঢেউয়ের মাত্রা চিনে না-জল খই চিনে না,
এমন কি মাটির গন্ধ সুবাস না !
তবুও সে ঈশ্বর মুখি উড়ন্ত ময়ূরী বাহার-
সুতরাং মাংসপেশীর স্বাদ আছে বলে-
বার বার শিকারীর আঙুলে হয়েছো বন্ধী
রক্তচক্ষুর আঙ্গিনায় এবার শুধু ঈশ্বর নেমে
আসবে- ভয় নেই বালিহাঁস- তবুও স্পর্শ
ছুঁই বার বার- ভয় নেই জল খই।
০২-১০-১৮
"সুতরাং মাংসপেশীর স্বাদ আছে বলে-
বার বার শিকারীর আঙুলে হয়েছো বন্ধী
রক্তচক্ষুর আঙ্গিনায় এবার শুধু ঈশ্বর নেমে
আসবে- ভয় নেই বালিহাঁস- তবুও স্পর্শ
ছুঁই বার বার- ভয় নেই জল খই।"
দারুন ফুটিয়েছেন।
খুব ভাল লাগল।
ভীষণ ভালো লাগলো
অনন্য সব কবিতার ধারা আপনি কবিবাবু।
শুভেচ্ছা কবি লিটন ভাই।
ফ্যান্টাসটিক জব মি. আলমগীর সরকার লিটন।
ভিন্নধারার কাজ
আসবে- ভয় নেই বালিহাঁস- তবুও স্পর্শ
ছুঁই বার বার- ভয় নেই জল খই।
*


আসবে- ভয় নেই বালিহাঁস- তবুও স্পর্শ
ছুঁই বার বার- ভয় নেই জল খই।