ভয় নেই জল খই

ভয় নেই জল খই

এবার নাকি ঈশ্বর চিনেছে বালিহাঁস-
দু’হাস ছুঁয়ে স্পর্শ করবে আপন চিত্তরঞ্জন;
চৈত্রখরা দীর্ঘশ্বাস বালিহাঁস এখনও
ঢেউয়ের মাত্রা চিনে না-জল খই চিনে না,
এমন কি মাটির গন্ধ সুবাস না !

তবুও সে ঈশ্বর মুখি উড়ন্ত ময়ূরী বাহার-

সুতরাং মাংসপেশীর স্বাদ আছে বলে-
বার বার শিকারীর আঙুলে হয়েছো বন্ধী
রক্তচক্ষুর আঙ্গিনায় এবার শুধু ঈশ্বর নেমে
আসবে- ভয় নেই বালিহাঁস- তবুও স্পর্শ
ছুঁই বার বার- ভয় নেই জল খই।

০২-১০-১৮

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

9 thoughts on “ভয় নেই জল খই

  1. "সুতরাং মাংসপেশীর স্বাদ আছে বলে-
    বার বার শিকারীর আঙুলে হয়েছো বন্ধী
    রক্তচক্ষুর আঙ্গিনায় এবার শুধু ঈশ্বর নেমে
    আসবে- ভয় নেই বালিহাঁস- তবুও স্পর্শ
    ছুঁই বার বার- ভয় নেই জল খই।"

    দারুন ফুটিয়েছেন।

  2. আসবে- ভয় নেই বালিহাঁস- তবুও স্পর্শ
    ছুঁই বার বার- ভয় নেই জল খই।

     

    *https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  3. আসবে- ভয় নেই বালিহাঁস- তবুও স্পর্শ
    ছুঁই বার বার- ভয় নেই জল খই।

মন্তব্য প্রধান বন্ধ আছে।