জীবন সন্ধিক্ষণে-

দিন দিন হয়ে পড়ছি ক্লান্ত প্রাণ এক
কুয়াশার উত্তরীতে ঢেকে যাচ্ছে চারদিক
আলো আর আঁধারে ডেকে আনে সাঝ
নিমিষেই অন্ধকার আত্মা পরিহার করে লাজ।

শম্বুক মায়ায় আমি প্রবেশ করি ভেতর থেকে আরও ভেতরে
নীলিমার আবরণে হারিয়ে যাই সহসা শুন্যে—
বিদীর্ণ হয় চঞ্চল; সকল কর্মকোলাহল
দিনে দিনে ক্ষয়ে যায় আয়ু; আমি হতবিহ্বল।

একদা বুনেছিলাম স্বপ্ন রঙিন—
তারা কিছু দেখেছে আলো, আর কিছু মলিন;
খাদের কিনারায় দাঁড়িয়ে আজ করি জীবনের হিসেব-নিকেশ
অপূর্ণতার মাত্রায় আমি যেন হয়ে যাই নিঃশেষ।

অলসতার দেবীর মোহে কাটিয়েছি সকাল-সাঝ
জীবন সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজ মাথায় পড়ছে বাজ,
ভাবি এখন শুধু যদি ফিরে পেতাম সেই জীবন-যৌবন
অবহেলায় আর কাটতোনা কোন ক্ষণ; হয়ে অবচেতন।।

12 thoughts on “জীবন সন্ধিক্ষণে-

  1. আপনার কবিতা মানে সম্পূর্ণ কবিতা প্রিয় কবি দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. * সুপ্রিয় কবি দি, অনুপ্রাণিত হলাম।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

      শুভরাত্রি।

  2. জীবন সন্ধিক্ষণ-

    ভাবি এখন শুধু যদি ফিরে পেতাম সেই জীবন-যৌবন
    অবহেলায় আর কাটতোনা কোন ক্ষণ; হয়ে অবচেতন।। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. * ধন্যবাদ সুপ্রিয় প্রেরণাদাতা মুরুব্বী… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. "শম্বুক মায়ায় আমি প্রবেশ করি ভেতর থেকে আরও ভেতরে
    নীলিমার আবরণে হারিয়ে যাই সহসা শুন্যে—"

    অসাধারণ এক অনুভূতি হল ওপরের লাইনগুলি পড়ে! 

    মুগ্ধ হয়েছি! 
     

    1. * সুপ্রিয়, আপনার মুগ্ধতা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে। শুভরাত্রি… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।