মন কাঁদে ভাটির গানে ।। দাউদুল ইসলাম
নীল ক্লেদাক্ত উঠোনে
রাত ভর মাতমের গড়াগড়ি, নিষিক্ত নয়নে
রক্তিমাভ নির্ঝর অশ্রুর দাগ-
বিগত ক্ষরণের আহাজারি; হারানো ঘুড়ির
পতিত রেখা দৃশ্যমান করে তোলে কষ্টের নাড়ী- নক্ষত্র
নীহারিকা… রুদ্ধ স্ফুটনে
সান্দ্র সায়াহ্নে
তীক্ষ্ণ হয়ে উঠে বিষাক্ত সর্পিল হিস! হাস্নাহেনার বনে…
ফড়িঙের ঠোঁটে লুব্ধ তৃষা
কবিতার উষ্ণ প্রেম ভুলে, বিধ্বস্ত মন কাঁদে–
অন্তর নিঙড়ানো ভাটির গানে; নিঙড়ানোর স্বাদে
সঙ্গম লিপ্ত কেঁচোরা বেমালুম মজে থাকে মাটির কর্ষণে!
যেখানে ঝড়ের কবলে দুমড়ে মুচড়ে যায় রুধির উদ্যান
সেখানে মৃত্তিকার নিবিড়ে মৃত্তিকাই গড়ে আলোর প্রাসাদ,
মর্তমান শিরস্ত্রাণ;
মর্ম তোরণে উদয়াচলের নির্ভীকতার পদার্পণ
শিশির জলে বর্ণীত ইতিহাস- সত্য মর্ত্য স্পন্দন!
এইতো- আদিত্য বরণ উৎসব, ঘুঙুর বাধা নন্দিত চরণ
অতিথি পাখির কলরব…
সুতরাং মানসপটে প্রসন্ন সম্প্রীতি- প্রিয় কবিতার পাঠ
ভাটির গানে শ্রুতির ধ্যান, জানি-
বালিয়াড়ির অতলে থেকে যায় ক্লিষ্টক্লেশের নিবিষ্ট স্মৃতি- বিদীর্ণ মাঠ।
ইডা আবার কিডা? ডাক্তার!
সালাম দাদা ভাই
ভালবাসা জানিবেন।
শব্দভারে ভীষণ কঠিন একটি কবিতা। সরল নরম হতেই হবে এমন যেহেতু শর্ত নেই; সুতরাং নির্ভারে বলে দিই … কবিতা সুন্দর হয়েছে প্রিয় স্যার। নমিত শুভেচ্ছা।
বিনম্র সালাম ও শুভেচ্ছা নিন স্যার
দোয়ায় স্মরণ রাখবেন কামনা করি।
যেখানে ঝড়ের কবলে দুমড়ে মুচড়ে যায় রুধির উদ্যান
সেখানে মৃত্তিকার নিবিড়ে মৃত্তিকাই গড়ে আলোর প্রাসাদ,
* শৈল্পিক…


গভীর শ্রদ্ধা ও ভালবাসা নিন দিলওয়ার ভাই
ভাল থাকবেন। দোয়ায় স্মরণ রাখবেন ।
অনেক সুন্দর।
সালাম ও প্রীতি জানবেন প্রিয় শ্রদ্ধেয়া
দোয়ায় স্মরণ রাখবেন কামনা করি।
কবিতার উষ্ণ প্রেম ভুলে, বিধ্বস্ত মন কাঁদে–
অন্তর নিঙড়ানো ভাটির গানে; নিঙড়ানোর স্বাদে
সঙ্গম লিপ্ত কেঁচোরা বেমালুম মজে থাকে মাটির কর্ষণে!