শহরতলীতে ইভনিং ওয়াকের ইমেজারি এনজয়…ব্লেসিংস

শহরতলীতে ইভনিং ওয়াকের ইমেজারি এনজয়…ব্লেসিংস

ক্রমশঃ দিনের আলো ফিকে হয়ে আসে
আবছায়া আঁধারে শহর ঢেকে যায়
দূরে নদীর জলে বোটগুলো ঢেউয়ের তালে তালে দোলে
আরও দূরে নদীর ওপারে শহরের
উঁচু উঁচু ইমারতের মাথা মিশে আছে মেঘেদের দেশে
পাশে প্ল্যানেটোরিয়ামের ডিম্বাকৃতি চূড়া
গাছের ডাল হেলে হেলে পড়ে যায় জলের উপর
পাতাগুলো জলের সাথে ভেসে ভেসে ওঠে
ইঁটের রাস্তা আর পাশে জগিং ট্রেইল সোজা চলে গেছে বহুদূর
যেতে যেতে হাঁপিয়ে গেলে বেঞ্চিতে বসে যাই
পাশে হেঁটে যাওয়া হাঁসগুলোকে হাত নেড়ে নেড়ে ডাকি
তারা প্যাঁক প্যাঁক করতে করে শাবকগুলি নিয়ে রাস্তা পেরিয়ে যায়।

4 thoughts on “শহরতলীতে ইভনিং ওয়াকের ইমেজারি এনজয়…ব্লেসিংস

  1. চমৎকার প্রিয় কবি দেবী বন্ধু। ব্লেসিংস দীর্ঘস্থায়ী হোক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. অনুবাদ এর পাশাপাশি সাধারণ সব কবিতাই চমৎকার হয় দিদি ভাই। প্রণাম। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।