পরিজন

পরিজন

রাক্ষুসে ক্ষিধেটার সাথে আমার আজন্মের পরিচয়
আকাশ খাই, বাতাস খাই, খাই পাতাল, ধানের চাতাল
এসব কিছু যখন যা পাই সবকিছু দেদারছে খাই……
আমার রাক্ষুসে ক্ষুধা মিটানোর কোনো নাম, গন্ধ নাই!

মাঝে মাঝে অন্ধকারের সাথে অন্ধকার যোগ করি
সাথে কিছু বারোয়ারি তৈলাক্ত আলোর হাতে পায়ে ধরি
কোনো কিছুতেই কিছু হয় না…
শব্দের সোনারঙ অদ্ভুতনদী আমার সাথে কথা কয় না!!

তবুও আমি কাউনের মিহিদানার মতো শুন্যে চোখ রাখি
এক আঙুল থেকে আরেক আঙুলের সমান ব্যবধানে তাকে কাছে ডাকি.…
অথচ
আমার দু’আঙুলের মাঝখানে বিষন্নতার সমুদ্র বয়ে যায়
সভ্যতার পর সভ্যতা গড়ে উঠে, তার কোনো সন্দেশ নাই!

অথচ সর্বলোকে তার কোনো শিরোনাম নেই………
আছে কেবল সর্বগ্রাসী খিদে মেটানোর ব্যর্থ আয়োজন
তবে কি আমিই তার একমাত্র অতিসন্নিকট পরিজন?

3 thoughts on “পরিজন

  1. শব্দের সোনারঙ অদ্ভুতনদীও আমাদের সাথে কথা কয় না। পরিজনহীন আমরা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. সহজ বাস্তবতা আপনার কবিতার উপজীব্য একটি বিষয়। পড়তে ভাল লাগে কবি দা।

  3. রাক্ষুসে ক্ষিধেটার সাথে আমাদের আজন্মের পরিচয়, কী অসাধারণ উপমা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।