খিদের ভেতর
লুকিয়ে থাকে জীবন-
জীবন থাকে
ছোট্ট একটা ঘরে-
ঘরের মাঝে
একটু আলো হাওয়া-
হাওয়ায় থাকে
গন্ধরাজের ঘ্রাণ-
ঘ্রাণের সাথে
জড়িয়ে থাকে প্রেম-
প্রেমের গোলা
ভর্তি প্রাণের বীজে-
বীজের বুকে
ঘুমিয়ে থাকে সবুজ-
সবুজ মেখে
রঙিন- সরস জীবন।
কবিতাটি পড়লাম শংকর দা। আচ্ছা, ছড়াদাদুর পাঠশালার পাঠ্য অনুযায়ী এই লিখা কোন মাত্রাবৃত্তের অন্তর্ভূক্ত হবে। খুব জানতে ইচ্ছে করছে। ধন্যবাদ।
খিদের ভেতর/ লুকিয়ে থাকে / জীবন- ৪+৪+২
জীবন থাকে /ছোট্ট একটা / ঘরে-৪+৪+২
এটা স্বরবৃত্তে লেখা। কিন্তু অন্ত্যমিলহীন।
খি+দের- ভে+তর/ লু+কিয়ে- থা+কে/ জী+বন= ৪+৪+২ এভাবেই মাত্রাবিভাজন হবে
দুই এখানে অতিপর্ব।
* চমৎকার তো বটে, বক্তব্যও আছে। শুভরাত্রি।
ধন্যবাদ
একবার পড়ে মুগ্ধ হলাম। আরেকবার পড়ার লোভ সামলাতে পারলাম না। কারণ এর অসাধারণ কথাগুলি!
ধন্যবাদ। শুভেচ্ছা।
দারুণ কবি দা।
ধন্যবাদ। শুভেচ্ছা।