ভাতের মাড়েই ম্যাজিক!

ভাতের মাড়েই ম্যাজিক!

যতই ফাস্ট ফুডের রমরমা থাকুক, বাঙালির এক বেলা ভাত না হলে চলে না। আর ভাত রান্না করলে ভাতের মাড় তো পাওয়া যাবেই। ভাতের মাড় ব্যবহার সাধারণত কাপড় ধোয়ার জন্য ব্যবহার করা হয়। কিন্তু ভাতের মাড়ের রয়েছে আরও অনেক গুণ।

• মশ্চেরাইজার হিসেবে ভাল কাজ করে ভাতের মাড়। ত্বককে হাইড্রেটেড রাখে।
• ভাতের মাড় দিয়ে ধুলে ত্বক পরিষ্কার হয়।
• ত্বকের কালচে ভাব দূর হয়।
• ত্বকের ঔজ্জ্বল্য বাড়ে এবং ত্বক নরম হয়।
• বলিরেখা ও ডার্ক সার্কেল দূর হয়।
• ব্রণ ও অ্যাকনে এড়ানো যায়।
• চুলের কন্ডিশনার হিসেবেও ভাল কাজ করে ভাতের মাড়।

6 thoughts on “ভাতের মাড়েই ম্যাজিক!

  1. দারুণ তথ্যসংবলিত একটা পোস্ট! অনেকিছু জানা হলো। লেখককে অজস্র ধন্যবাদ।

  2. এমন পোস্ট খুব কমই দেখতে পাই। শুভেচ্ছা দিদি ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  3. শুধু ত্বকের যত্ন নয় ভাতের ফান অত্যন্ত মজাদার পানীয়। অঘ্রান মাসের আমন চাউলের ভাতের গড়ম ফেন একিটু লবন দিয়ে গুলিয়ে খেয়ে দেখবেন এর চেয়ে মজার আরকিছু নেই।

  4. নিচের ৭টি কেউ ব্যবহার করে বলে মনে হয় না। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_PC Hack.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।