মুখোশ

অনেকটা পথ হেঁটে চলেছি পৃথিবীর বুকে
আদিম পেরিয়ে আজ এসেছি সভ্য নগরে,
কালের বিবর্তনে নাকি ওরা সভ্য হয়েছে
অথচ সভ্যতার লেশ মাত্র পাইনি খুঁজে ৷

নগর জুড়ে অট্টালিকায় সমাজ অাজ সভ্য
বড় বড় মিল কারখানায় বাতাস দুর্ভেদ্য,
মনের ভেতরে ক্লেশে ক্লেশে আজও জরাজীর্ণ
মুমূর্ষু মানবতা icu তে বন্দী বাঁচার আশা ক্ষীণ ৷

সভ্যতার সাথে অন্যায়,নির্যাতন, হানাহানি দেখে
বিবেক আজ মুখ লুকোয় কপাটের আড়ালে,
এই সভ্যতার মুখোশে আজ অসভ্যরাও ঘুরে
মুখোশে সবাই ওদের মানুষ ভেবেই ভুল করে ৷

শহরজুড়ে অট্টালিকা আর বিষাক্ত কালো ধোঁয়া
কান পাতলে শোনা যায় গুমরে কাঁদে হতাশা,
দুঃখ কষ্ট গুমরে গুমরে কাঁদে দরজার ওপাশে
এপাশে মুখোশে সভ্যতাও সুখের সওদা করে ৷

কেউ এখানে বিষাদ লুকোয় মদের বোতলে
কেউবা আবার মজা লুটতে ভীড় করে এখানে,
আসলে সবাই আমরা এক মুখোশের আড়ালে
এই মানুষের মুখেই বাস হাজারো মুখোশের ৷

7 thoughts on “মুখোশ

  1. আসলে সবাই আমরা এক মুখোশের আরালে

    এই মানুষের মুখেই বাস হাজারো মুখোশের ৷

    বাস্তব এবং চিরসত্য কথা। 

    1. ধন্যবাদ দাদাভাই আমাকে অনুপ্রেরণা দেওয়ায় 

  2. মুখোশের অসঙ্গতি গুলোন আসলেই পীড়াদায়ক। আপনার জন্য শুভেচ্ছা কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  3. কালের বিবর্তনে আমরা সভ্য হয়েছি ঠিকই; কিন্তু পারিপার্শ্বিক সভ্যতা হারিয়েছি ৷ :(

মন্তব্য প্রধান বন্ধ আছে।