দূর্বা ঘাসের ঘর

দূর্বা ঘাসের ঘর

রঙিলা পরশ পাথরে একটা আকাশ ছিল !
কখনো জানি উল্কা মেঘ বসন্ত হাওয়াই ছুঁয়েছিল;
হয় তো সে বুঝতেই পারনি ! কত প্রণয়
জড়ানো দেহ মন বরং স্বপ্ন অঙ্গিনার পুষ্পোজ্জ্বল
দেয়ালের সবটুকু মমতাময় ভেঙ্গেছো।

তারপর সাঁতার কাটা জলে ভেসে গেছে
শঙ্খচিলের দূর- দূরত্ব- কিন্তু সমস্ত রঙের
ঢেউ খেলা করছে মহাসমুদ্র;
অথচ স্পর্শকাতর কান্নার রোল;

আজও মেঠোপথের বাঁকে আর্তনাদ করে
সকাল কিংবা রাত- পুষ্পোজ্জ্বল পূর্ণিমাতে
এখনো বুঝতেই পারনি ;শুধু কাঙ্খিত সুখের
বিলাস বহুল দেখছো- আর নিড়ানিহীন সবুজ
ঘাসের বুকে দরজা জানালাহীন একটা মাটির ঘর।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

8 thoughts on “দূর্বা ঘাসের ঘর

  1. ঘাসের বুকে দরজা জানালাহীন একটা মাটির ঘর। ___ অসাধারণ একটি উক্তি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জ্বি মুরুব্বী দা

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন

    1. জ্বি মান্নান দা

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন

    1. জ্বি রিয়া দিদি

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন

  2. * শুভ কামনা প্রিয় প্রকৃতির কবি দা… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. জ্বি হুসাইন দা

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন

মন্তব্য প্রধান বন্ধ আছে।