দেবদারু তলায় প্রায় দেখা হতো এক বৈষ্ণবীর সনে
ব্রত ছিল তার মজিবেনা আর কোন পুরুষ প্রেমে;
ছিল এক বামন ঠাকুর; কেঁড়ে নিল তার সব জীবন-যৌবন
সে হতে বৈষ্ণবী; ঘুরে দেশে দেশে, নিয়ে সন্ন্যাসি মন।
ভাঙতে বৈষ্ণবীর ভ্রম, সেজেছিলাম সাধুজন
ব্রত নিয়েছিলাম কভু হানিবোনা আঘাত, হবো বিশ্বাসী জন
কাজে অকাজে ছুটে যেতাম দেবদারু তলে
প্রায়শ দেখা হয়ে যেত বৈষ্ণবীর সনে।
জানিনা কিসের ছলে, এ পথকেই সে নিল আপন করে
আমার আসতে হতো দেরি; তবু বৈষ্ণবী থাকতো অপেক্ষাতে,
যবে বৈষ্ণবী বুঝে নিয়েছে পুরোপুরি আমি মজেছি তার প্রেমে
তখনি কেটে পড়েছে; বামন ঠাকুরের প্রতিশোধ আমাকে দিয়ে নেবে বলে !
হাহাহা। কবিতার সিচুয়েশন আর কবি মনের প্রকাশ অসাধারণ। শুভ সকাল স্যার।
* সুপ্রিয় প্রেরণাদাতা মুরুব্বী, শুভরাত্রি।


সুন্দর কবিতা উপহার কবি দা। শুভেচ্ছা রইলো।
* সুপ্রিয় কবি দি, শারদীয় শুভেচ্ছা…


* সুপ্রিয়,

