শয়তান দেখিনি, আমি নিজেই শয়তান

শয়তান নামটি অনেক শুনেছি আমি
বাস্তবে তাকে দুই নয়নে দেখিনি?
আমিই তো মস্তবড় এক শয়তান
সবকিছুতেই কোরে থাকি শয়তানি!

মনে হয় শয়তান শুধু নামেই আছে
আমি শয়তান থাকি তার কাজে,
আমার কুকর্মে আমিই শয়তান
যা করি সকাল সন্ধ্যা সাজে।

আমি মানবের সুখ সইতে পারি না
আমার মনে থাকে শয়তানি,
আমি সুখের ঘরে জ্বালাই আগুন
অপরের সুখশান্তি দেখি যখনি।

আমি শয়তান, হিংসুক, অহংকারী
যেখানে দেখি মানুষের সুখশান্তি,
সেখানেই আমি সাজি ধ্বংসকারী
বাধিয়ে দেই ঝগড়া আর অশান্তি।

আমি মানুষরূপী এক বড় শয়তান
আমার নেই কোনও ধর্মকর্ম,
আমি মানুষের অশান্তিতে সুখ পাই
আমি বুঝি না ধর্মের কোনও মর্ম।

আমি শয়তান থাকি মানুষের মনে
মুহূর্তেই হরেকরকম বেশ ধরি,
আমি ক্ষণে সাজি ভালো মানুষ
আবার ক্ষণে সাজি আমি পরী।

আমি ধ্বংসকারী আমি অত্যাচারী
আমি সবখানে আগুন জ্বালিয়ে রাখি
আমি শয়তান মানুষ নামে বেশধারী।
শয়তানি আমার কর্ম, আমি ধ্বংসকারী।

আমি নিজেই করি কতো শয়তানি
অথচ শয়তানের উপর দোষ চাপাই,
আদর করে নিজের মনে শয়তান পুষে
দুনিয়াটা ঘুরে ঘুরে ধর্মের বানী শুনাই।

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

4 thoughts on “শয়তান দেখিনি, আমি নিজেই শয়তান

  1. আমাদের মধ্যেই সব। সুর অসুর। অধম অথবা উত্তম। ভালো থাকুন মি. নিতাই বাবু।

    1. আমি অনেক সময় এই শয়তানের শয়তানি নিয়েই বেশি ভাবি শ্রদ্বেয় কবি দাদা। তাই এ নিয়ে কবিতার ছন্দে কিছু লিখলাম। আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভালো থাকবেন।

  2. এমন সিনারিও আমাদের আশেপাশে অসংখ্য। মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝাই। মিতালী দেবী'র গান মনে পড়লো দাদা। 

    1. রিয়া রিয়া দিদি আপনার সুন্দর মন্তব্যে আমার নগন্য লেখনী সূচিত হলো। আশা করি ভালো থাকবেন। সেইসাথে আসন্ন শারদীয় শুভেচ্ছা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।