অচেনা নদে বালুচর
একাকাশ ভাবনাগুলো যদি তারা হতো-
প্রতিরাতে চোখের মনিতে জ্বলাতাম !
শুনো ! স্মৃতিগুলো যদি জোনাকি হতো-
হাতের মুঠোই এপাশ ওপাশ ধরে রাখতাম;
আলোকসজ্জা সন্ধ্যায় জ্বলতো মিটিমিট।
বলো! সাদা নীল সবভাবনাগুলো খুঁজি কথায়?
শুধু এক রাতের একটা চাঁদের আশায়;
দেখও রঙিন ফড়িং গায়ে আসবে প্রতিদিন
চক্ষুজলে সেদিন নদের কথা এতটকু ভাবো-
তারপর হঠাৎ অচেনা নদে ঐদেখো বালুচর ।
১১-১০-১৮
————-
চমৎকার প্রিয় বাউল কবি মি. সরকার।
সাদা নীল সবভাবনাগুলো খুঁজি কথায়?
শুধু এক রাতের একটা চাঁদের আশায়।
কথা গুলোন ভাল লাগলো কবিবাবু।
কবিতা ভালো হয়েছে কবি লিটন ভাই।