অচেনা নদে বালুচর

অচেনা নদে বালুচর

একাকাশ ভাবনাগুলো যদি তারা হতো-
প্রতিরাতে চোখের মনিতে জ্বলাতাম !
শুনো ! স্মৃতিগুলো যদি জোনাকি হতো-
হাতের মুঠোই এপাশ ওপাশ ধরে রাখতাম;

আলোকসজ্জা সন্ধ্যায় জ্বলতো মিটিমিট।
বলো! সাদা নীল সবভাবনাগুলো খুঁজি কথায়?
শুধু এক রাতের একটা চাঁদের আশায়;

দেখও রঙিন ফড়িং গায়ে আসবে প্রতিদিন
চক্ষুজলে সেদিন নদের কথা এতটকু ভাবো-
তারপর হঠাৎ অচেনা নদে ঐদেখো বালুচর ।
১১-১০-১৮
————-

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

3 thoughts on “অচেনা নদে বালুচর

  1. সাদা নীল সবভাবনাগুলো খুঁজি কথায়?
    শুধু এক রাতের একটা চাঁদের আশায়।

    কথা গুলোন ভাল লাগলো কবিবাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।