মীমাংসিত মেঘহিস্যা
মীমাংসিত মেঘহিস্যা বুঝে নিতে নিতে তুমি
আকাশকে ভুলে যাচ্ছ
ভুলে যাচ্ছ আগামী ঠিকানা, কি এক ঘোরের ভেতর
সাজাচ্ছ বিভিন্ন বিরহ…..
অন্য আকাশ ভেদ করে একটি পাখি উড়ছে
একটি সবুজ আপেল গাছে
লুকিয়ে পড়ছে চাঁদ,চাষ ভুলে গিয়ে
স্থির দাঁড়িয়ে আছে- সমকালীন একটি গ্রহ।
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই।
সুন্দর কবিতা।
অসাধারন লেখা,,,
শুভেচ্ছা রইলো কবি।
বেশ ভাল লাগল। কিন্তু প্রশ্ন হল, আধারের সেমিকোলনই কেন? আধার মানে তো শেষ হবার কথা, সে হিসেবে দাড়ি হওয়া উচিৎ ছিল না কি?