অণুগল্প : তুমি_আমার_নও

এক সময় আলাদা কেউ মনে হতো শাহেদকে আমার কাছে। মাত্র কয়েকটা বছর আগে। বিয়ের পর কত সুখী হয়েছিলাম আমরা একে অন্যকে পেয়ে! সংসার নামের বন্ধুর পথটিকে এতটুকু ভয়ের মনে হয়নি আমার কাছে। পথ হারানোর দুশ্চিন্তা হয়নি। দূরত্ব হবে দু’জনের ভিতর এমন আশংকা ও ছিল না।

কী গভীর বিশ্বাস নিয়ে আমাদের বন্ধুত্ব তৈরী হয়েছিল। কত দামী ছিল সেই সম্পর্ক। কখনো আর কেউ এই সম্পর্কের মাঝখানে এসে দাঁড়াতে পারে, কখনো কি মনে হয়েছিল আমার?

অথচ কত সহজে সব বদলে গেল!

কার্ল মার্ক্সের শ্রেণি সংঘাত মনে পড়তে ভেতরটা তেতো লাগতে শুরু করল আমার। টিকে থাকার অবিরাম সংগ্রাম.. দখল প্রতিষ্ঠার জন্য মুহুর্মুহু সংঘাত.. অসহনীয় সম্পর্কের বাঁধন.. অসহ্য!

হতাশ আমার বুক ফুঁড়ে দীর্ঘশ্বাস ছিটকে বেরিয়ে এলো লাভার মতো।
‘কেন এমন হয়? কি করব আমি এখন? জীবন্মৃতের এই জীবন সে কি করে বইবো আমি?’
আতংকিত হয়ে ভাবতে লাগলাম, ‘আরও অনেক বছর যদি বাঁচতে হয়?’

‘পুরুষ!! শরীরের দায়ে না পড়লে নারী কখনো পুরুষকে কি সইত, বইত?’ বিস্মৃতির অপর পাশে ভালবাসার অলৌকিক সুখের মুহুর্তগুলোকে রেখে এপাশে ছলকে ছলকে উঠতে লাগল ঘৃণা.. প্রত্যাখ্যাত প্রেম তীব্র রোষে ফুঁসতে লাগল।

বারান্দার কোণে রাখা চেয়ারটা থেকে ছিটকে উঠে ডাইনিং রুমের ভেতর দিয়ে সোজা নিজের রুমের দিকে হেটে গেলাম। কিছু একটা করতে হবে। মাথায়, শরীরে অসহ্য যন্ত্রণা হচ্ছে। বিয়ের আগে এমন যন্ত্রণা হলে ঘর কাপিয়ে গান শুনতাম। দ্রুত ওড়নাটা গায়ে জড়িয়ে দরজা খুলে বেরিয়ে গেলাম। রাস্তায় কিছুক্ষণ হাটতে হবে..

লম্বা পিচের রাস্তার পেভমেন্ট ধরে হাটবার কালে, সেই কথাটি আবারো মনে পড়ে গেল- শাহেদ আমার আপন ছোট বোনের সাথে সম্পর্কে জড়িয়েছে!

কাকে বলব আমি?
________________

#তুমি_আমার_নও_মামুনের_অণুগল্প।

মামুন সম্পর্কে

একজন মানুষ, আজীবন একাকি। লেখালেখির শুরু সেই ছেলেবেলায়। ক্যাডেট কলেজের বন্দী জীবনের একচিলতে 'রিফ্রেশমেন্ট' হিসেবে এই সাহিত্যচর্চাকে কাছে টেনেছিলাম। এরপর দীর্ঘ বিরতি... নিজের চল্লিশ বছরে এসে আবারো লেখালখি ফেসবুকে। পরে ব্লগে প্রবেশ। তারপর সময়ের কাছে নিজেকে ছেড়ে দেয়া। অমর একুশে গ্রন্থমেলা ২০১৬ তে 'অপেক্ষা' নামের প্রথম গল্পগ্রন্থ দিয়ে লেখক হিসেবে আত্মপ্রকাশ। বইমেলা ২০১৭ তে তিনটি গ্রন্থ- 'ছায়াসঙ্গী'- দ্বিতীয় গল্পগ্রন্থ, 'ঘুঙ্গরু আর মেঙ্গরু'- উপন্যাস এবং 'শেষ তৈলচিত্র'- কাব্যগ্রন্থ নিয়ে সাহিত্যের প্রধান তিনটি প্ল্যাটফর্মে নিজের নাম রেখেছি। কাজ চলছে ১০০০ অণুগল্প নিয়ে 'অণুগল্প সংকলন' নামের গ্রন্থটির। পেশাগত জীবনে বিচিত্র অভিজ্ঞতা লাভ করেছি। একজন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছি। পোষাক শিল্পের কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন কাজ করেছি। লেখালেখির পাশাপাশি সাংবাদিকতা করছি। লেখার ক্ষমতা আমি আমার ঈশ্বরের কাছ থেকে চেয়ে নিয়েছি। তাই মৃত্যুর আগ পর্যন্ত লিখেই যেতে হবে আমাকে।

12 thoughts on “অণুগল্প : তুমি_আমার_নও

  1. আপনার এই লিখাটি আমার কাছেও বেশ ভালো লাগে। শুভ সকাল মি. মামুন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. সঠিক বলেছেন প্রিয় খালিদ ভাই।

      ধন্যবাদ এবং শুভেচ্ছা…

    1. আপনার মুগ্ধতা আমার লেখায় প্রেরণা হলো প্রিয় রিয়াদি'

      ধন্যবাদ এবং শুভেচ্ছা রইলো।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।