অযুত নিযুত তারার মাঝে নিমিষেই
খুঁজে নিতে পারি সন্ধ্যাতারা;
ধরে নিলে কি করে তবে—
হারাবে তুমি দৃষ্টি সীমার ওপারে!
তোমার ঘ্রান জানিয়ে দেয় তোমার উপস্থিতি
ত্রিশ ডিগ্রি কোনিক রেখার চাহনি;
মুখোশের আড়ালে তেজদীপ্ত অবয়ব
বিটপীর সবচে কচি ডালের মত দেহখানি,
কি করে লুকোবে; আমার দৃষ্টি সীমার দেয়াল পেরিয়ে!
যখন বুঝি হৃদকম্পন শতক করছে ছুঁইছুঁই
বাতাসে এমন ঘ্রান বয়ে বেড়াচ্ছে; যা নাসিকা রন্ধে আগে কখনো প্রবেশ করেনি,
রবি হয়েছে নিরুত্তাপ অথচ বেড়ে যাচ্ছে আলোর উজ্জলতা,
কিংবা যখন দেখি এক সুক্ষ কোন থেকে এক আলোক রেখা—
সকল গতি পেছনে ফেলে আমার হৃদপিণ্ডের দেয়াল ভেদ করে;তুলেছে ঘুর্নিঝড়—
তখনই বুঝে নিই, তুমি অবতীর্ণ হয়েছ এই লোকালয়ে।।
মুগ্ধ হলাম। কবিতায় অভিনন্দন প্রিয় কবি। শুভ সকাল।
* সুপ্রিয় প্রেরণাদাতা মুরুব্বী, প্রেরণাদানের কৃতজ্ঞতা অশেষ…


মুগ্ধতা রইলো।
* ধন্যবাদ প্রিয় কবি…

বেশ ভাল লাগল বন্ধু।
* কবি বন্ধু, অভিভূত…


"কিংবা যখন দেখি এক সুক্ষ কোন থেকে এক আলোক রেখা—
সকল গতি পেছনে ফেলে আমার হৃদপিণ্ডের দেয়াল ভেদ করে;তুলেছে ঘুর্নিঝড়—
তখনই বুঝে নিই, তুমি অবতীর্ণ হয়েছ এই লোকালয়ে।।"
দারুণ ভাবকল্পের ভিতর তার উপস্থিতি টের পেলাম। খুব মুগ্ধ হয়েছি।
* সুপ্রিয়, এমন আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে। ভালো থাকুন সবসময়…


* সুপ্রিয়, আপনার এমন মন্তব্য আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে। ভালো থাকুন সবসময়…


সকল গতি পেছনে ফেলে আমার হৃদপিণ্ডের দেয়াল ভেদ করে;তুলেছে ঘূর্ণিঝড়—
তখনই বুঝে নিই, তুমি অবতীর্ণ হয়েছ এই লোকালয়ে।
অনেক সুন্দর এই কথোপকথন প্রিয় কবি দা।
* সুপ্রিয় কবি দি, আমি ভীষণভাবে অনুপ্রাণিত। ভালো থাকুন সবসময়…


* সুপ্রিয় কবি দাদা, শারদ শুভেচ্ছা গ্রহণ করুন…


শুভেচ্ছা রেখে গেলাম কবি ভাই। সালাম।
* সুপ্রিয় কবি দাদা, শারদ শুভেচ্ছা গ্রহণ করুন…

