মাপ

মাপ

ময়ূরী গণেশের দুধ মাপে
পাশে দাঁড়িয়ে থাকে যেন কলাবৌ
তার মোটা পেট থেকে প্যান্ট নামিয়ে দেয়
নাচের মুদ্রায় আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে ওঠে।

পুরাণের চরিত্রগুলির নখ খুঁটে খায়
কাকে রাখে কাকে ধরে ?
সবাইকে ভেংচি কেটে কেটে ছন্দিল নকশায় ~
খাতার পাতাগুলো মেলায় বিলি হয়।

3 thoughts on “মাপ

  1. :) বেশ ইন্টারেস্টিং একটি একটি পড়ে মনে হলো। অভিনন্দন কবিবন্ধু দেবী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।