মাপ
ময়ূরী গণেশের দুধ মাপে
পাশে দাঁড়িয়ে থাকে যেন কলাবৌ
তার মোটা পেট থেকে প্যান্ট নামিয়ে দেয়
নাচের মুদ্রায় আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে ওঠে।
পুরাণের চরিত্রগুলির নখ খুঁটে খায়
কাকে রাখে কাকে ধরে ?
সবাইকে ভেংচি কেটে কেটে ছন্দিল নকশায় ~
খাতার পাতাগুলো মেলায় বিলি হয়।
লিখাটি সুন্দর হয়েছে বোন।
বাহ্ দিদি ভাই। প্রণাম।