তুমিই যদি হও কবিতার একমাত্র মধ্যমনি
কবিতা হয়ে পড়ে ক্ষীণ থেকে ক্ষীণকায়
অন্তরালে চলে যায় পৃথিবীর সব রঙ –
অবারিত সবুজ মাঠ
সোনালি ধানের ক্ষেতে কৃষকের হাসি
অসীম আকাশে নীলিমার হাতছানি
সব ভুলে যাই; সব!
ভুলে যাই উদার হতে মানব প্রেমে
ভুলে সংসারে আরও অনেক কিছু আছে
ভুলে যাই আমি যে শুধু আমার নয়, সমাজের প্রতি আমি দায়ী!
আত্মাকে সঁপি শুধু তোমারি প্রেমে।
ভুলে যাই সাগরের অথৈ জলরাশির ডাক;
ভালোবাসায় ভরিয়ে দিতে জগত সংসার,
হতে পারিনা গিরির মতো শান্ত, উদার কিংবা দৃঢ়চেতা
তোমার কারণে আমার প্রেম রূপ নেয় সংকীর্ণ থেকে সংকীর্ণতায়।
আমি হবো না, হবোনা লীন ব্যক্তি প্রেমে
তোমাদের মাঝে বাঁচতে চাই, তোমাদের হয়ে।।
কবিতায় মুগ্ধ রেখে গেলাম কবি হুসাইন ভাই। শুভ সকাল।
* কৃতজ্ঞতা অশেষ, সুপ্রিয় কবি দাদা…
'তুমিই যদি হও কবিতার একমাত্র মধ্যমণি
কবিতা হয়ে পড়ে ক্ষীণ থেকে ক্ষীণকায়।' ___ চমৎকার কবিতা প্রিয় কবি।
* সুপ্রিয় প্রেরণাদাতা মুরুব্বী, অনেক অনেক ধন্যবাদ…


তোমার কারণে আমার প্রেম রূপ নেয় সংকীর্ণ থেকে সংকীর্ণতায়।—
* ধন্যবাদ কবি দা…
"তুমিই যদি হও কবিতার একমাত্র মধ্যমনি
কবিতা হয়ে পড়ে ক্ষীণ থেকে ক্ষীণকায়
অন্তরালে চলে যায় পৃথিবীর সব রঙ"
—এটুকু পড়লেই একটা পরিপূর্ণ কবিতা পড়া হয়ে যায়। মুগ্ধ হয়ে পড়লাম!
* সুপ্রিয় কবি, অনেক বেশি অনুপ্রাণিত হলাম, ভালো থাকুন স্ববসময়।

* সুপ্রিয় কবি, অনেক বেশি অনুপ্রাণিত হলাম, ভালো থাকুন সবসময়।

আপনার কবিতা বেশ দরদ দিয়ে লেখা জন্যই ভাল লাগে কবি দা।
* সুপ্রিয়, আপনাদের অনুপ্রেরণা পাই বলেই তো চেষ্টা করি। শুভরাত্রি…

সুন্দর লেখা,,,অনেক ভালো লাগলো
* ধন্যবাদ প্রিয় কবি…

