পরশপাথর
জগজ্জননী মা হাতে পরশপাথর নিয়ে বসে থাকেন
পুরুষের বেশে মিত্রশিবিরে কিছুদিন কাটিয়ে গেলেন
মাদার টেরেজার মত ডুকরে কেঁদে ফেলেন সেই থেকে
আহা বাছাদের আমার কি কষ্ট ! হাপুস নয়নে বলেন
তাঁর শ্রীহস্তের স্পর্শে লোহা হয় সোনা, সোনা হয় লোহা
মিত্র হয় শত্রু, শত্রু হয় মিত্র, নারী পুরুষ অবিমিশ্র এক
মাঝে মাঝে তিনি অত্যন্ত উতলা হলে বিছুটির জ্বালায়
আঁৎকে ওঠেন যেন, প্রসববেদনা ওঠে, কবিতা প্রসব হয়।
জগজ্জননী মা হাতে পরশপাথর নিয়ে বসে থাকেন। জগজ্জননী বলে কথা।
যা বলেছো বন্ধু । ওনার স্পর্শে জীবন ধন্য হয় ।
পরশপাথর পড়লাম দিদি ভাই। প্রণাম এবং শারদীয়ার শুভেচ্ছা র'লো।
শারদীয়ার শুভেচ্ছা ও ভালোবাসা তোমাকেও জানালাম বোন ।
কবিতার প্রতি শুভেচ্ছা প্রিয় বোন।
শুভেচ্ছা জানবেন বন্ধু |
* কবি, শারদ শুভেচ্ছা…
অনেক ধন্যবাদ বন্ধু, শারদ শুভেচ্ছা |