আপন পর এবং অতঃপর

আপন পর এবং অতঃপর

এতোদিন পর… যে নিত্য ছাড়ে আপন ঘর
সে যেনো স্বর্গীয় লাবণ্যের ছিঁটেফোঁটা পায়
আমার উঠোনের মাঝ বরাবর,
কামিনী ফুলের যে গাছটি অনেকদিন হয়…
কেবল নাচে আর গায়
সে যেনো আর বেঁচে নাই….. বেঁচে নাই ..!!

কেউ ভাবতে পারো …. অতঃপর
একদিন সাধের কামিনী ফুল, হবে সর্বৈব ভুল
শেকড় ছিঁড়ে শিখর ছোঁয়ার পর
ভুলে যাবে আমার লাবণ্যহীন বৃক্ষের মূল?

মাঝপথে পার হয় কতো কতো রুপের নগর
ইট, পাথর, ঢালাই লোহার তৈরি দালান ঘর
মাছির চোখ ঘুরানোর মতো কিঞ্চিৎ সময় পর
কে জানতো সে নিত্য হবে আমার পর!!

আমি চেয়ে থাকি…. ছেঁটে ফেলা মাথায় চুল
ক্ষমা করো, যদি গো হয় কিছু বেসামাল ভুল
তবুও তুমি, আমার প্রাণের স্বামী..
আমি অধম..আর কতোটা হতে পারি নির্ভুল!!

4 thoughts on “আপন পর এবং অতঃপর

  1. ভীষণ রকমের বাস্তবতা খেলা করে আপনার লিখায়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. একরাশ গোলাপ শুভেচ্ছা জানিয়ে গেলাম কবি দা। আজ সপ্তমী'র দিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. কবিতা পড়েছি কবি। তবে মন্তব্যে বিস্তারিত'র ভাষা নেই। অনলি থ্যান্কস। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।