তুমি আশে পাশে,
আমি সবুজ ঘাসে।
ঘাসের বিন্দু শিশির,
আগ্রহ তাই অধীর।
আঁধার একলা রাত,
ধরলে দুটি হাত।
মধুর সূরে গাওয়া,
করুণ সূরে চাওয়া।
কামনার সে ভুল,
নেয় খুঁজে যে কুল।
একলা তুমি আমি,
ক্লান্ত হয়ে ঘামি।
লজ্জা থেমে যায়,
ক্লান্তি পিছু নেয়।
সুখের বৃষ্টি ঝরে,
সুগন্ধে ঘর ভরে।
উর্বরতা পেয়ে,
ওঠো নেচে গেয়ে।
সুখে বিমোহিত,
প্রজন্ম অর্জিত।
ঝরল বৃষ্টি ফোঁটা,
ব্যাকুল হয়ে ছোটা।
গহীন বনের পাশে,
ওই না সবুজ ঘাসে।
ক্লান্তির মাঝে সুখ,
তোমার হাসি মুখ।
লজ্জা রাঙ্গা হাসি,
হৃদয় অভিলাষী।
৩+৩ পড়তে পড়তে ৩+২ এসে সমাপ্তি পেলাম শেখ বাবু ভাই। অদ্ভুত সুন্দর।
সুরেলা করার জন্য দাদা।
অনেক ধন্যবাদ জানাই।
ফির একরাশ শুভেচ্ছা জানিয়ে গেলাম কবি বাবু দা। আজ সপ্তমী'র দিন।
সানন্দে গ্রহন করিলাম। বিসর্জন কবে গো দিদি?
বিবিধ সাজে আপনার কবিতার প্রকাশ নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে। সম্মান জানবেন কবি। শব্দনীড় এর প্রতি আপনার ভালোবাসা প্রশ্নাতীত।
ভালো থাকুন এবং ভালো রাখুন। শুভরাত্রি।
আমার কাছে কখনই আমার কোন কবিতার একটি লাইনও যথাযত মনে হয়নি। চেষ্টা করছি উপযুক্ত কবিতা রচনা করবার। আপনার অনুগ্রহ এবং উৎসাহ আমাকে সে সাহস যোগাবে আশা করি। ভাল থাকুন মুরুব্বী। অনেক ধন্যবাদ।
আপনার লেখা কবিতা পাঠে মুগ্ধ হলাম। শারদীয় শুভেচ্ছা গ্রহণ করুন।
মন্তব্যে প্রানিত হলাম।
শুভেচ্ছা জানাই আপনাকেও।
ভাল থাকুন সবসময়।
ধন্যবাদ।
* ছড়ার আদলে বেশ সুন্দর ফুটেছে…
অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।