নাগরিক আলিঙ্গন

নাগরিক আলিঙ্গন

সেদিন ঘুম ভাঙা সকাল
চোখের জানালায় সে দাঁড়িয়ে ছিল
নৈশব্দের খালি পায়ে
হাত কাঁপা ছায়া ঠেলে অবসে দাঁড়ানো হেমন্ত কুয়াশা;
-আর রোমাঞ্চিত সংজ্ঞার দোতালা মন উড়ছিল
এক পা, দো-পা হাসির আলপিনে গাঁথা, দূরতম আলিঙ্গন।

গাছেদের বন্ধনী ভিড়, অশান্ত দৃষ্টির বৃত্ত রেখে
ঢেকে যাচ্ছিল অপেক্ষক প্রহর, সমুচ্চারণ ফুলের ঘ্রাণ
মাটির কপোতারি শেকড় ওড়া সবুজ সম্প্রচার
আঙুর ফলের মত টসটসে তাঁর কামরাঙ্গা ঠোঁট;
অস্থিমজ্জায় এক হাঁটু উঁচুনজর ফেলি
জানালার বৃদ্ধসিক, বাধাবিঘ্ন কার্টেইন খিল সরিয়ে
তারপর! পায়তারা পাতার ফাঁকে দেবীস্তন ফুল
স্নায়বিক ঠিকানায় নাগরিক প্রেমের নির্যাস ছড়ায়!

টিপু সুলতান সম্পর্কে

টিপু সুলতান লেখক নামঃ আদি সানম ১২ অক্টোবর ১৯৮৬ কেশবপুর, যশোর। বাংলাদেশ। জীবন বৃত্তান্ত; লিকলিকে স্বচ্ছ ক্যানভাস নদীর শরীরে উপচে পড়া প্রেমালিকার ঢেউ, স্রোতস্বিনী কল্লোলঃ প্রথম বার্তা,সবুজ আফ্রোদি উদ্দ্যানে গানের বাঁশিতে সংগীত শোনায়- লেবুগাছ ঘ্রাণ-আলাজ শরবত আমার পূর্ণানন্দ, নক্ষত্র-পৃথিবীপৃষ্ঠ হৃদয়বীণা রোদে পোড়া সখিনার রক্ত,শাদা দুধের মা; কালোত্তীর্ণ সন্তান আমি তাঁর শেষ অনন্দটুকুর ছায়ানট- মানুষ হয়ে ওঠা প্রবাদ ও সংলাপ। ★ প্রথম কাব্যগ্রন্থঃ গৃহ কারাগার।২০১৭ ইং। নৃ প্রকাশন,ঢাকা। প্রচ্ছদঃ কাব্য কারিম। ★ যৌথ কাব্যগ্রন্থ থেকে জাতীয় ম্যাগাজিন,লিটল ম্যাগ, পোর্টাল, জাতীয় পত্রিকাসহ বিভিন্ন ব্লগে টুকিটাক লেখালেখি। প্রিয় বাক্যঃ আমি ভালো আছি, তুমি...

8 thoughts on “নাগরিক আলিঙ্গন

  1. নাগরিক আলিঙ্গন কবিতার শিরোনামটি ভীষণ আবেদন রাখে। কবি মনের সুপ্ত প্রকাশ দারুণ নান্দনিকতায় উঠে এসেছে। যেমন … "স্নায়বিক ঠিকানায় নাগরিক প্রেমের নির্যাস ছড়ায়!" অসাধারণ। :) অভিনন্দন প্রিয় কবি মি. টিপু সুলতান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. স্যার, আপনাদের আশীর্বাদের প্রাপ্তি। প্রীতিময় শুভেচ্ছা https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. আপনার কবিতা আমাকে মুগ্ধ করে কবি সুলতান। শুভেচ্ছা জানবেন।

মন্তব্য প্রধান বন্ধ আছে।