লংকার ঝাঁপ

লংকার ঝাঁপ

প্রতিবাদীর আয়নাছিল বেশ
সে সময়ে রক্তমাংস চিন্তো-
ব্যাঙ, কাকের ডাক হতো-

কিন্তু খুন সেতো আকাশ
ভাঙ্গার মতো- আর এখন
প্রতিবাদীরা হয়েছে শিকারী
পাখি কিংবা ড্রাছবিনের মল;

ভীষণ এ সময়ের ইচ্ছা ডানায়
করছে শুধু অচিন্তে কুপো কাপ;
প্রতিবাদী কি কাচের মতো
ভেঙ্গে যাবে! ওরে বাপ রে বাপ-

তবুও প্রতিবাদী থেকেই যাবে
ঝংকার লংকার মারে ঝাঁপ।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “লংকার ঝাঁপ

মন্তব্য প্রধান বন্ধ আছে।