নাগরিক আলিঙ্গন
সেদিন ঘুম ভাঙা সকাল
চোখের জানালায় সে দাঁড়িয়ে ছিল
নৈশব্দের খালি পায়ে
হাত কাঁপা ছায়া ঠেলে অবসে দাঁড়ানো হেমন্ত কুয়াশা;
-আর রোমাঞ্চিত সংজ্ঞার দোতালা মন উড়ছিল
এক পা, দো-পা হাসির আলপিনে গাঁথা, দূরতম আলিঙ্গন।
গাছেদের বন্ধনী ভিড়, অশান্ত দৃষ্টির বৃত্ত রেখে
ঢেকে যাচ্ছিল অপেক্ষক প্রহর, সমুচ্চারণ ফুলের ঘ্রাণ
মাটির কপোতারি শেকড় ওড়া সবুজ সম্প্রচার
আঙুর ফলের মত টসটসে তাঁর কামরাঙ্গা ঠোঁট;
অস্থিমজ্জায় এক হাঁটু উঁচুনজর ফেলি
জানালার বৃদ্ধসিক, বাধাবিঘ্ন কার্টেইন খিল সরিয়ে
তারপর! পায়তারা পাতার ফাঁকে দেবীস্তন ফুল
স্নায়বিক ঠিকানায় নাগরিক প্রেমের নির্যাস ছড়ায়!
নাগরিক আলিঙ্গন কবিতার শিরোনামটি ভীষণ আবেদন রাখে। কবি মনের সুপ্ত প্রকাশ দারুণ নান্দনিকতায় উঠে এসেছে। যেমন … "স্নায়বিক ঠিকানায় নাগরিক প্রেমের নির্যাস ছড়ায়!" অসাধারণ।
অভিনন্দন প্রিয় কবি মি. টিপু সুলতান। 
স্যার, আপনাদের আশীর্বাদের প্রাপ্তি। প্রীতিময় শুভেচ্ছা
আপনার কবিতা আমাকে মুগ্ধ করে কবি সুলতান। শুভেচ্ছা জানবেন।
অসংখ্য ধন্যবাদ কবিদি
অসাধারণ কবিতা সুলতান ভাই।
শুভেচ্ছা দাদা
* কবিতায় মুগ্ধতা রেখে গেলাম…
ক্রমাগত ভালবাসা