কি লাভ হবে হায়!


ঘসে মেজে দেহ টাকে
মনি মুক্তোয় মুড়ে রেখে
কি লাভ হবে হায়,
সেইতো মাটির দেহ
মাটির সাথেই মিশে যায়।

শ্বেত পাথরের গড়লে বাড়ি
কোটি টাকার চড়লে গাড়ি
কি লাভ হল হায়,
খাটিয়াতেই চড়ে যদি
শেষ যাত্রা হয়।

কত সালাম প্রণাম মেলে
সম্মুখে কি সুনাম বলে
কি লাভ তাতে হায়,
চোখের আড়াল হলে যদি
অভিশাপই দেয়।

কত নিরাপত্তায় ঘেরা
হাজার আপন জনে ভরা
কি লাভ পেলে হায়,
আসার বেলায় একলা সবাই
একলাই যেতে হয়।

8 thoughts on “কি লাভ হবে হায়!

  1. শ্বেত পাথরের গড়লে বাড়ি
    কোটি টাকার চড়লে গাড়ি
    কি লাভ হল হায়,
    খাটিয়াতেই চড়ে যদি
    শেষ যাত্রা হয়। ____ চিরন্তন এই সত্য সর্বজনীন। অন্ধকারাচ্ছন্ন আমাদের গন্তব্য। 

    1. আমার প্রেরণার উৎস মিঃ মুরুব্বী।

      দীর্ঘজীবী হউন মুরুব্বী,

      ভাল থাকুন সর্বক্ষণ।

      ধন্যবাদ।

  2. আসার বেলায় একলা সবাই একলাই যেতে হয়। জীবনের মহা সত্য। 

  3. এমন ভাবে ভাবলে মন আর্দ্র হয়ে যায় বাবু দা। কত ছোট ই না আমাদের জীবন।

    1. অনেক ছোট রে দিদি ভাই। তার পর কোন গ্যারান্টি ওয়ারেন্টি নাই।

      যে কোন সময় ফুসসসস।

মন্তব্য প্রধান বন্ধ আছে।