জলহাড়, হাড়ের ভ্রমণ
স্থির দাঁড়িয়ে জলশব্দের ধ্যান দেখি
আমি সাধক নই,
নেই আমার সাধন-ভজন ও
তবু মায়াবি চান্দের ছায়া আমাকে বলে যায়
সাগরও পুড়ে, পুড়ে নগর
অক্ষত থাকে জলহাড়, হাড়ের ভ্রমণ।
সেই হাড়ে জমে যে ক্ষরণ
প্রেমিক-প্রেমিকা তার হিম ছুঁয়ে ছুঁয়ে
সেরে নেয় প্রতীক্ষার সব জলবরণ।
@
অগনন শুভেচ্ছা রাখি আপনার জন্য কবি দা।
শুভেচ্ছা জানবেন কবি ফকির ইলিয়াস।
শুভ সকাল প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই। সালাম।