পরাজিতা


দিয়েছো ঠেলে দূরে, ডেকে কামনার সূরে
মাঝখানে ছিল কিছু অনুভব,
সাময়িক উপভোগ, হৃদয়ের অভিযোগ
করে যায় কষ্টের উৎসব!

থাকতে চাওনি একা, তাই কাছে ধরে রাখা
এ জীবন নয় কোন নিক্তি,
করে না পরিমাপ, করে যায় পরিতাপ
ভাবনায় খাঁড়া করে যুক্তি।

বেদনার উল্লাসে, নিয়তির পরিহাসে
এই প্রাণ যেন আজ যায় যায়,
আবেগের সত্ত্বা, ভুলে যায় রাস্তা
অবশেষে করে শুধু হায় হায়!

ভাসে চোখে সারাক্ষণ, আজো সেই আবেদন
শুধু একবার চাই ছুঁতে চাই,
মিটে গেছে প্রয়োজন, তাই যত প্রহসন
চাওয়া আছে প্রাণে ভালোবাসা নাই!

কাকে দিলে প্রশ্রয়, কি আশা ও আত্মায়?
কোন নতুনে পেল অধিকার?
প্রেমের ফাঁদে ফেলে, গেছে দিন হেসে খেলে
মন মত করে গেলে ব্যবহার!

8 thoughts on “পরাজিতা

  1. লেখাটিতে বাস্তবতার অনুরণন বেজে গেলে কবি বাবু দা। শুভেচ্ছা রাখি আপনার জন্য।

    1. হাজার গোলাপের শুভেচ্ছা নিন।

      শান্তিতে থাকুন।

      ধন্যবাদ।

  2. সুন্দর একটা প্রচ্ছদের সাথে ছন্দ মিল লিখার অপূর্ব সমন্বয় ঘটিয়েছেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. ধন্যবাদ।

      আপনার মেমসাহেবকে কিন্তু ভুলতে পারছি না চক্রবর্তী দা।

      দারুণ লিখেছিলেন।

      ভাল থাকুন।

  3. আপনার কবিতা কিছু কিছু লাইন ভালো লাগছে– 

    আরও পড়তে হবে আপনার লেখা। 

     

    শুভেচ্ছা নিন, প্রীতি নিন- 

    1. জেনে খুশী হলাম।

      তবে আরো বেশী খুশী হতাম যদি মন্দ লাগা লাইন গুলির কথা বলতেন।

      মানে সংশোধন করতে পারতাম আরকি।

      অনেক ধন্যবাদ জানবেন। 

  4. শুভ সকাল মি. নূর ইমাম শেখ বাবু। লিখাটি পড়লাম এবং আত্মস্থ করার চেষ্টা করলাম। 'এ জীবন নয় কোন নিক্তি, করে না পরিমাপ, করে যায় পরিতাপ, ভাবনায় খাঁড়া করে যুক্তি।' এই জায়গাটি যথেষ্ঠ শক্তি রাখে। আমাদের এইসব দিনরাত্রি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. সত্যিই আপনি প্রত্যেকের প্রতিটি পোষ্ট এর    গভীরে প্রবেশ করেন। আমি আরো খেয়াল করেছি সকলকেই আপনি উৎসাহিত করেন। উদার মনের মানুষ এটা করে থাকে আর অন্যরা সময়ের অপচয় মনে করে। উৎসাহ না পেলে মানুষ আস্তে আস্তে থেমে যায়। আপনি তাদেরকে সচল করে।  স্যালুট আপনাকে মিঃ মুরুব্বী।  ভাল থাকুন।               

মন্তব্য প্রধান বন্ধ আছে।