স্বপ্ন সাধের গণতন্ত্র আজ ঝুলে আছে
কখনো ফেলানী সীমান্তের কাঁটাতারে,
কখনো আদরের ছোট বোন তনু হয়ে
নির্জন জঙ্গলে রক্তাক্ত পড়ে থাকছে ৷
গণতন্ত্রের আজ দেখা মেলাটাই ভার
গণতন্ত্র নামে চলে গলাবাজি নেতার,
গণতন্ত্র স্লোগানে গঠিত হয় সরকার
ক্ষমতা পেলেই শুরু হয় অপব্যবহার ৷
সাধের গণতন্ত্রের আজ দেখা মেলে
শুধুই নেতা-নেত্রীর ঝড়ো স্লোগানে,
নয়তো সংবিধানের পাতা উল্টিয়ে
বাস্তবেতো সে কবে পালিয়ে গেছে ৷
গণতন্ত্র ঝলসানো শরীরে পড়ে থাকে
কোন এক বার্ণ ইউনিটের বারান্দাতে,
নয়তো নিরপরাধ এক বিশ্বজিত হয়ে
পড়ে থাকছে পথের ধারে রক্তাক্ত হয়ে ৷
গণতন্ত্র সেতো আজ শুধুই ফাঁকা মন্ত্র
গণতন্ত্রের মুখোশে চলে শুধুই ষড়যন্ত্র,
আর মনে-মনে বাসনা একনায়কতন্ত্র
গণতন্ত্র আজ চাবি দেওয়া একটা যন্ত্র ৷
স্বতন্ত্রতা হারিয়ে গেছে সাধের গণতন্ত্রে
মুখ থুবড়ে পরেছে সে গভীর ষড়যন্ত্রে,
গণতন্ত্র সেতো পরিণত একনায়কতন্ত্রে
রুপ নিয়েছে সে আজ এক শাসনতন্ত্রে ৷
গণতন্ত্রের আজ দেখা মেলাটাই ভার
গণতন্ত্র নামে চলে গলাবাজি নেতার,
গণতন্ত্র স্লোগানে গঠিত হয় সরকার
ক্ষমতা পেলেই শুরু হয় অপব্যবহার ৷
ফেলানী ভারতীয় জনগনের জন্যও লজ্জাস্কর বটে। শাসন ব্যবস্থায় এপার ওপার দুই বাংলার নেতাদের মধ্যে ফারাক আমি কম দেখি। মিল বিস্তর।
জ্বী দাদাভাই অনেক মিল
বাক্ স্বাধীনতার অধিকার আমাদের কতটা আছে নিজেকেই প্রশ্ন করতে হবে। আমার ব্যক্তিগত মনে হয় সম্পূর্ণ নয়। ____ শুভ সকাল কবি।
জ্বী মুরুব্বী বাকস্বাধীনতা নেই
বাংলাদেশের একনায়কতন্ত্র বা শাসনতন্ত্রে আমরা প্রতিবেশী হিসেবে উদ্বিঘ্ন হই।
আমিও অনেক উদ্বিগ্ন