অবকাশ

হুইসেল মিলিয়ে যাওয়া ইথার তরঙ্গে-
উত্তরের হিমেল হাওয়ায় সাথে পাল্লা দিয়ে চলে – রাতের অন্ধ ট্রেন।
হাতঘড়ির ডায়ালে তির্যক কাটায় কিসের যেন বিমুখী টান-
একটা ট্রেন যেন চলে যাচ্ছে বুলগেরিয়ান কুকুরের টানে স্লেজ গাড়ি হয়ে-
অনেকটা সময় ধরে থমকে আছে সময়।

হল রুমের ছাদ ফুঁড়ে মাথার উপরে ঢাউস ছাদ-
পায়চারি করা ব্যালকনি ধ’রে প্যাঁচানো সাপের মত সিঁড়ি;
ক্রমশ নেমে গেছে স্পোর্টস রুম থেকে ডাইনিং বরাবর।
কেরোসিন স্টোভে তেলের দম ফুরিয়ে গেলে পোর্চের বাতিটা এত আশ্চর্য সুন্দর লাগে –
আলোর নিচে একদল পোকা কী এত জীবন খুঁটে খায়?
কই আগে তো সেভাবে নজরে আসে নি!

অবকাশ যাপনে এসে এই প্রথম খেয়াল করলাম-
রোদ চশমার প্রয়োজন এখন আর নেই তেমন: হেমন্ত আসি আসি।
সন্ধ্যা নামতেই জলের কলে জমে শিশিরের ফোঁটা।

ছোটখাটো পোকারা অনেক খেয়েছে আলো;
এবার কি তবে সত্যি সত্যি যেতে হবে ফিরে?
ব্যস্ততা, তুমি ফিরে যাও তাসমানিয়া কিংবা আন্দামান;
আসছে তীব্র শীত।

[দিনকয়েক আগে অবকাশ যাপেন রাজশাহী গিয়েছিলাম, ছবিটি মুঠোফোন দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়, জোহা চত্বর থেকে সন্ধ্যার পরে তুলেছিলাম। ]

অক্টোবরে ১৫,২০১৮

6 thoughts on “অবকাশ

  1. মুঠোফোনের ছবি অসাধারণ এসেছে মি. জাহিদ অনিক।

    পাশাপাশি আপনার লিখার প্রতি অসীম শ্রদ্ধা আমার সব সময়ই থাকে। শুভ সকাল। :)

    1. মুরুব্বী, আপনার আন্তরিক মন্তব্যে সত্যি মন ভরে যায়
      সতত ভালো থাকুন। শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। শুভ রাত্রি 

    1.  

      আপনার মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা রিয়া দিদি ভাই। 
      ভালো থাকুন। সুস্থ থাকুন। শুভ রাত্রি

মন্তব্য প্রধান বন্ধ আছে।