পর্ণমোচী

একটি বৃক্ষ আঁকতে গেলে এঁকে ফেলি প্রেমিকার মুখমণ্ডল
শিকড় যেভাবে কামড়ে ধ’রে মাটিকে-
আমাকেও সে জড়িয়ে রাখে আষ্টেপৃষ্ঠে।

প্রথম অঙ্কুরোদগম; দ্বিবীজপত্রী বলতে বুঝি
প্রেমিকার সিক্ত দুটি ঠোঁট।
আমার প্রেমিকা গাছটি’র নাম দিলাম চিরহরিৎ নিম;
ঔষধি চিরুল তাঁর ঠোঁট ভয়ানক তিক্ত-
গা’য়ে মাখি না ভয়ে
আশঙ্কা; অসুখ যদি যায় সেরে!

পূর্ণিমা তিথিতে-
জোয়ার আসে নীমে’র শরীরে আমার
আমি সিক্ত হই তেতো জলে-
হ্যাঁচকা টানে পরিণীতা’র শরীর থেকে ভেঙ্গে নিয়ে হাত
আমি তাড়াই জলবতী মেঘ।

প্রেমিকার কপাল-জমিন যেন প্রকাণ্ড আকাশ;
সেখানে চুমু খায় চাঁদে’র মত এক লাল টিপ।

২৫ শে অক্টোবর, ২০১৮
ছবিঃ pinterest থেকে নেয়া।

15 thoughts on “পর্ণমোচী

    1.  

      কবি দিদি ভাই, আপনার আন্তরিকতায় মুগ্ধ হলাম/

      প্রীতি ও শুভেচ্ছা নিন। 

       

  1. "একটি বৃক্ষ আঁকতে গেলে এঁকে ফেলি প্রেমিকার মুখমণ্ডল
    শিকড় যেভাবে কামড়ে ধ’রে মাটিকে-
    আমাকেও সে জড়িয়ে রাখে আষ্টেপৃষ্ঠে।"

    টাফ্ রোম্যান্টিক মি. জাহিদ অনিক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. হা হা, আপনার মন্তব্যটাও বেশ ভালো লাগলো। 

      ধন্যবাদ জানবেন মুরুব্বী। 
      শুভ রাত্রি 

  2. কবিতার শুরুটা বেশ । 

    একটি বৃক্ষ আঁকতে গেলে এঁকে ফেলি প্রেমিকার মুখমণ্ডল
    শিকড় যেভাবে কামড়ে ধ’রে মাটিকে-
    আমাকেও সে জড়িয়ে রাখে আষ্টেপৃষ্ঠে- 

    ভালো থাকবেন ।

    1. কবিতার শুরুটা আপনার ভালো লেগেছে জেনে সত্যিই খুব ভালো লেগেছে। 

      আপনার কবিতা আমার ভালো লাগে। 

      ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন কবি নাজমুন 

  3. কবির ভাবনার গতি এবং প্রকৃতির প্রশংসা করব নাকি কবিতার প্রশংসা করব ভেবে না পেয়ে কারোও জন্য কিছু বলা হলোনা। তবে হ্যা, আগামীতে অবশ্যই চেষ্টা করব।  আপাতত dry ধন্যবাদ না জানালে নিতান্ত অভদ্রতা হয়ে যায় কিন্তু তাতো হতে পারেনা কারণ আমি এবং কবি দুইজনেই যে ভদ্রলোক!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. ড্রাই, অর্থাৎ শুকনো মন্তব্য তাই তো! 

      কে বলেছে– এই তো আপনার কথায় চিড়া না ভিজলেও মন ভিজে গেলো। 

      শুভেচ্ছান্তে মোঃ খালিদ উমর সাহেব। ভালো থাকুন 

  4. কবিতাটার অসাধারণ মান স্বীকার না করে উপায় নেই। 

    উপমায় নতুনত্ব মুগ্ধ করেছে। অসাধারণ ভাবচিত্র। সবচে বড় দিক হলো এর পরিপক্কতা। 

    দারুণ আধুনিক কবিতা; মুগ্ধ !

    1. আপনাদের এই চমৎকার ও দুর্দান্ত মন্তব্যগুলর লোভেই লোভেই মনে হয় আজকাল টুকটাক লেখি। 

      আপনার কাছে কৃতজ্ঞতা রইলো মিড ডে ডেজারট। 

  5. অন্য রকম স্বাদ পেলাম,,,চমৎকারএকটি কবিতা,ভালো লাগলো বেশ,,! 

মন্তব্য প্রধান বন্ধ আছে।