সময়ের ব্যবধানে

সময়ের ব্যবধানে,
বহু দিন বহু ক্রোশ একা হেঁটে পেরিয়েছি,
ঐ নীলক্ষেত থেকে আউস ধানের আইল,
ছাইতন হরিতকীর বন,কিংবা নীল সীমানায়,
শুধু তোমায় একবার দেখবো বলে
এই ব্যকুল দু’চোখে ভরে ।
নীলিমার নীলে শঙ্খচিল হয়ে হেমন্ত দুপুরে,
________কিংবা কখনো
জোছনার সাথে পাল্লা করে হিমশীতের রাত্রে,
নীলকমল দিঘীর জলে তোমায় খুঁজে ফেরা,
অত:পর_______,
তুমি কোথাও নেই_______,
জুঁই চামেলী টগর শেফালীর বনেও নেই !
আজ সব ফুল অঝরে ঝরে যায়___,
না দেখার বিরহে নিরবে শুকায়___,
তবুও চেয়ে রই যূথিকার সাদা পালকে,
সময়ের ব্যবধানে দেখা হবে পলকে পলকে।
.

18-09-16

3 thoughts on “সময়ের ব্যবধানে

  1. "জোছনার সাথে পাল্লা করে হিমশীতের রাত্রে,
    নীলকমল দিঘীর জলে তোমায় খুঁজে ফেরা,
    অত:পর_______,
    তুমি কোথাও নেই।"

    ___ কবিতার নির্যাস টুকু অনুভব করলাম প্রিয় কবি সুজন হোসাইন। শুভ সকাল। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।