উইয়ে-খাওয়া নগরে এখন বিপ্লবী জেগেছে
ঢুকতে দেয় না কোনো কূটনৈতিক দূত!
অঃতপর যখন স্বার্থ উদ্ধার করতে পারেনি,
তখন কালা-মিয়ারা বলে শালারপুত!
/
তাই স্বার্থের সাথে স্বার্থের সংঘর্ষ হয় রোজ
হয় সতেজ পাতার করুণ হাহাকার!
অগ্রদূত’রা সভামঞ্চ করে নগরে নগরে
প্রতিশ্রুতির তোলে হরেক ঝংকার!
/
এখনো শেয়ালের কাছে মুরগী জমা রাখার
গল্প বলে আমাদের! বদলাবে নগর!
অথচ এখনো চিকন সুতোর জাল বুনে বুনে
অন্যের হাতে কলা ছুলে খায় স্বার্থপর!
4 thoughts on “স্বার্থপর”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
শুভেচ্ছা জানবেন কবি দা। কেমন আছেন ?
স্বার্থপরদের সময় একই রকম যায়। কারণ ওরা স্বার্থপর। পরশ্রীকাতর।
স্বার্থ স্বার্থ আর স্বার্থ দুনিয়া জুড়েই স্বার্থপরতা।
তাই স্বার্থের সাথে স্বার্থের সংঘর্ষ হয় রোজ
হয় সতেজ পাতার করুণ হাহাকার!
অগ্রদূত’রা সভামঞ্চ করে নগরে নগরে
প্রতিশ্রুতির তোলে হরেক ঝংকার!