আমি তোমার থেকে আলাদা মেধা ও মননে…
কোন অসাধারণ গুণে কিংবা কোন বিশেষত্বে নয়,
কুজ্ঝটিকা বুননে হয়তো আমার বিশেষত্ব আছে
প্রতিরাতে তোমাদের সুখ নিদ্রায় আমি পাহারা দেই রাতের
জোনাকি মেয়েদের সাথে, অরণ্যের আঁধারে
কথা হয় নীরবে নিভৃতে আমার স্বপ্নের সাথে
বাহারি রঙের স্বপ্ন; পাখা মেলে অসীম আকাশে
আমি উড়ে বেড়াই, সীমান্তের ওপারে আকাশের নীলিমায়।
যা কখনো দেখনি তুমি, দেখবেওনা কখনো
আমি ভেসে বেড়াই মেঘের ভেলায়, শুভ্রতার স্বপ্নমায়ায়
আমার স্বপ্ন জালে ধরা পড়ে অসসীমতা সসীম হয়ে,
আমার স্বপ্ন প্লাবনে ভেসে যায়, তোমাদের যত বিদ্বেষ
আমি হই সমাসীন, তোমার কাঙ্ক্ষিত হৃদপিণ্ডের দেয়ালে।
প্রভাতের আগমনে তোমাদের উজ্জ্বীবতার মাঝে–
আমার স্বপ্নেরা হারিয়ে ফেলে খেই
আমি অপেক্ষা করি আরেকটি রাতের, নব স্বপ্ন বুননে।
( জীবনের অধিকাংশ সম্পর্ক-ই অমিমাংসিত থেকে যায়, ভাষা খুঁজে পায়না।)
10 thoughts on “স্বপ্নের কারিগর”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
আমাদের জীবনের সব গল্প অমিমাংসিত। রেশ যেন থেকেই যায়। ভালো থাকুন।
* সে রেশ ধরে আপনাদের অনুপ্রেরণায় লিখে যেতে চাই। সুপ্রিয় প্রেরণাদাতা মুরুব্বী, অনেক অনেক ধন্যবাদ।
"প্রভাতের আগমনে তোমাদের উজ্জ্বীবতার মাঝে–
আমার স্বপ্নেরা হারিয়ে ফেলে খেই
আমি অপেক্ষা করি আরেকটি রাতের, নব স্বপ্ন বুননে"।
-একটি রাতের অপেক্ষা এবং স্বপ্ন বুননের আকাংখা নিয়ে কবিতাটা মুগ্ধ করেছে কবি!
* সুপ্রিয়, আপনার মন্তব্যে অনেক বেশি অনুপ্রাণিত হই, যা আরেকটি সকালের পাথেয় হয়।
শুভরাত্রি।
ভালো লাগলো। মুগ্ধ হলাম আপনার শব্দ ভান্ডারে সমৃদ্ধ দখল দেখে। আরও লিখুন।
শুভেচ্ছা।
* ধন্যবাদ কবি। ভালো থাকুন সবসময়>
প্রভাতের আগমনে তোমাদের উজ্জ্বীবতার মাঝে–
আমার স্বপ্নেরা হারিয়ে ফেলে খেই
আমি অপেক্ষা করি আরেকটি রাতের, নব স্বপ্ন বুননে।
* প্রিয় কবি দি, অনেক অনেক শুভ কামনা নিরন্তর…
দারুণ কবি হুসাইন ভাই।
* প্রিয় কবি দাদা, অনেক অনেক ধন্যবাদ…