বিরহের উৎসব হয় সদা অনুভব,
থেমে থাকা জীবনে শান্তির কলরব।
মানবতার উৎস হলে বীভৎস,
নারকীয় কাণ্ড করে স্পর্শ।
অনুভবে অন্যায় বাধ্য করে যায়,
সহ্যের সীমানায় কষ্ট জমে রয়।
পূজারীরা চারপাশ করে যায় উপহাস,
নিয়মের গণ্ডিতে পরিনতির উল্লাস।
রক্তিম অন্তর ধূধূ প্রাণ প্রান্তর,
সুশীতল যুদ্ধে হৃদয়টা অঙ্গার।
অভিনয় সত্য মিথ্যা উপাত্ত,
অনাচারে ঢেকে থাকা জীবনের বৃত্ত।
ঘৃণিত সংগ্রাম আবেগে দেয় দাম,
অর্থ ও বাহুবলে মূর্খ উদ্দাম।
খুঁজে নানা অর্থ জুড়ে শত শর্ত,
মিথ্যার পদতলে সত্য ব্যর্থ।
দারুন এই বিরহ সওয়া হয় দুরুহ,
অমলিন সফলতা জুড়ে থাকে কলহ।
দীর্ঘশ্বাস ফেলে সময়টা যায় চলে,
পরাজিত সত্তা ন্যায়ের কথা বলে।
সুন্দর কবিতাটি,,বেশ ভালো লাগলো,,!
অনেক ধন্যবাদ মিঃ হোসাইন। ভাল থাকবেন।
পরাজিত সত্তায় অসাধারণ একটি প্রচ্ছদের সাথে শব্দ কথা। নিরন্তর শুভেচ্ছায় ভালো থাকুন কবি বাবু ভাই।
বিবেকের স্বত্বাকেই পরাজিত মনে হয়!
অনেক ধন্যবাদ চক্রবর্তী দা। শান্তিতে থাকুন।
মানবতার উৎস কি তবে বীভৎসতায় !! ছবি ভয়ানক কিছু বলে।
আমি আপনার বিচক্ষনতায় মুগ্ধ মুরুব্বী। আসলে আমার মনে যে ছবিটা আঁকি তা প্রকাশ করতে পারি না। কারন আমি শিল্পী নই। গুগল দিতে পারে না আমার মনের ছবি টা।
অনেক ধন্যবাদ মুরুব্বী। ভাল থাকুন।
সত্যিই ভাইয়া আপনার অনেক সুন্দর লেখা মিস হয়ে যায়। ঘরে আমার বস আছেন, অফিস থেকে ফিরেই তার সাথে ফুটবল, ক্রিকে, গাড়ি এমনি নানা খেলা কেলতে হয় বলে ব্লিগে বিশেষ সময় দিতে পারিনা। তবে অনেক শুভকামনা, এমনি করেই লিখে চলুন।


কৃতজ্ঞতা জানাচ্ছি। বসকে সময় দিয়ে যান। এটা অত্যন্ত জরুরী। নিজের ছেলেবেলাকে খুঁজে নিন বসের সাথে কাটানো সময় গুলোতে। দোয়া করবেন আমার জন্যে।
বস সহ আপনারা সবাই ভাল থাকুন। অনেক ধন্যাবাদ।
দারুন এই বিরহ সওয়া হয় দুরুহ,
অমলিন সফলতা জুড়ে থাকে কলহ।
দীর্ঘশ্বাস ফেলে সময়টা যায় চলে,
পরাজিত সত্তা ন্যায়ের কথা বলে।
অনেক অনেক ধন্যবাদ দিদি।
ভাল থাকবেন।