ভালবাসার অবসান

ভালবাসার অবসান

ভালবাসা কখনো কোন আলপিনে বাঁশ ছিদ্র
করার মতো-মৃত্তিকার পরশে বুক ছিদ্র করে না-
গভীর থেকে আরও গভীরে মহাসমুদ্রে
এক অনুভূতির প্রয়াস মাত্র; যেনো শালিক, গাংচিলের
মতো- উড় উড় জেগে থাকার শৃঙ্খচিলের
এক মমতাময় ডানার জলতরঙ্গ ভাসমান;

ভালবাসার মগডালে সবুজ মিশ্রণে দুটি
পাতার একাকার নয় শুধু বিশ্বাসে উপলব্ধি করতে হয়
নীল কিংবা ধূসর মেঘের ছায়া- কখনো
সন্ধ্যাতারা, ঘোরনিশিতে একাকি পূর্ণিমার চাঁদের আবরণ
তবুও ভোর ক্লান্ত শিশির ভিজা আর্তনাদ-
স্পর্শকাতর খোঁজে না আর ভালবাসার অবসান।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

3 thoughts on “ভালবাসার অবসান

  1. অভিনন্দন প্রিয় বাউল কবি মি. সরকার। আশা করবো ভালো আছেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।