কথামালা

কথামালা

শুনছেন!
আপনাকে বলছি—–
কেমন করে “প্রেম” করলেন?
কেমন করে “শিহরিত” শরীর আগুনে পোড়ালেন?
আমি আপনাকে জলের মাছেদের সংগে আলিঙ্গন করতে দেখেছিলাম—
আপনি ছিটকে সবরকমারি “ফিসফ্রাই” র স্বাদ গ্রহন করে বেড়াচ্ছেন–!
আপনি ভদ্র বিনয়ী “সার্টের” মানুষ?
এতো অন্যায় যন্ত্রনা” দিচ্ছেন কেন বলুনতো?

শুনছেন?
পরকীয়া” বলে “অবহেলা করছেন?
আপনার গার্লফ্রেন্ড ঠিক আছে তো?
“কালো মেয়ে”!
তাই একবার দেখে নেবেন—–
কাঠের দুদিক চেঁছে চেঁছে নিমগাছ হয়ে বসে আছো!

“বাথরুমের ভালো লাগা” গুলো তাঁর সংগে শেয়ার করো—–
তাঁকে ও ভালোবেসে একই কথা বল– একই ভাবে আদর করো– রাগ করো— গালি দাও——
সেও কি আমার মতো কান্না করত গোপনে- !!
সেও কি একবার কাছে পাওয়ার জন্য ছটফট করত-
সেও কি ভালোবেসে সারাদিন তোমার অপেক্ষায় বসে থাকত-
সেও কি তোমার ছবি র গন্ধ গায়ে মেখে ঘুমিয়ে পড়ত–
বলুন তো আপনি কেমন প্রেমিক–?
বারবার সার্ট প্যান্টের দাগগুলো প্রেমিকাদের কাছ থেকে লুকিয়ে রাখো——
যেমনভাবে মোবাইল ফোন সর্বদাই আনরিচেবল?

আপনি ধোঁকা দিতে ভালোবাসেন?
না শরীর নিতে ভালোবাসেন?
নির্ভেজাল প্রেম পেতে?
উঠোনের আঙিনায় সবকিছু পেয়ে ও হারিয়ে ফেললেন?
শুনছেন—
এখন কাঁদছেন?
কাঁদুন হালকা হয়ে মনটিকে শিউলি ফুলেদের সংগে উড়িয়ে নিয়ে যান–
মেয়েদের সংগে নয়/
শরীরের একই ক্ষ তে কতবার মিথ্যে “আলপনা” পরাবেন—?
আমাকে এখন খুব মনে পড়ছে? খুব মিস করছেন? খুব ভালোবাসতে ইচ্ছে করছে?
ছোট্ট অপরাধের বারবার একই শাস্তি দিলে—
নিদারুণ এতো বড় শাস্তি “ আপনার একান্ত কাম্য”?
তাই নয় কি—-?

3 thoughts on “কথামালা

মন্তব্য প্রধান বন্ধ আছে।