শিরোনাম চাই
আমার ইচ্ছেগুলো ইচ্ছে নয়
বাঘের খাঁচায় বন্দি
উড়াল পাখিটা উড়াল দেয়
তার সাথেই যে সন্ধি!
পাখিটা আমার ভাষায় পটু
রুপে অবাক করা
তার রুপেতে মজে আছে
বিশাল এই ধরা!
আমার মতো টিকটিকি যারা
তার কি নাগাল পায়?
সেই পাখিটার জন্যে আমি
শিরোনাম একটা চাই!!
শিরোনাম চাই ই হচ্ছে কবিতার শি রো না ম। বিষয়টি চমৎকার।
আমার ইচ্ছেগুলো ইচ্ছে নয়
বাঘের খাঁচায় বন্দি
উড়াল পাখিটা উড়াল দেয়
তার সাথেই যে সন্ধি!
* শুভ কামনা প্রিয় কবি বন্ধু…
শিরোনামটা 'প্রাণপাখি' হলে কেমন হয়, শ্রদ্ধেয় কবি?
যেই পাখিটা উড়াল দিলে আর খাঁচায় ফিরে আসে না।
চমৎকার!
শুভেচ্ছা কবি দা।