আসছে গাড়ি যাচ্ছে ছাড়ি
একটুখানি থামছে তো-
প্যাসেেঞ্জারে সারে সারে
উঠছে এবং নামছে তো।
নানান পথের জানান দিয়ে
ছুটছে গাড়ি ছুটছে রে-
যার যেটি চাই সেইটিতে ভাই
জলদি গিয়ে উঠছে রে।
সময় তো নাই ব্যস্ত সবাই
ও’ মন তুইও অংশ নে-
আসছে গাড়ি যাচ্ছে ছাড়ি
হৃদয়পুরের জংশনে।
বাহ্ কবি শংকর দা। অভিনন্দন।
দাদা। ধন্যবাদ
সময় তো নাই ব্যস্ত সবাই, ও’ মন তুইও অংশ নে-
আসছে গাড়ি যাচ্ছে ছাড়ি, হৃদয়পুরের জংশনে।
__ অপূর্ব মি. শংকর দেবনাথ। শুভ সন্ধ্যা।
ধন্যবাদ দাদা
সময় তো নাই ব্যস্ত সবাই
ও’ মন তুইও অংশ নে-
আসছে গাড়ি যাচ্ছে ছাড়ি
হৃদয়পুরের জংশনে।
* বিমোহিত…


ধন্যবাদ
গাড়ি আসবে বলে সেই হৃদয়পুরের জংশনেই দাঁড়িয়ে আছি শ্রদ্ধেয় দাদা। কখন
আসবে গাড়ি? কখন-ই-বা ছাড়বে ?
ধন্যবাদ
সুন্দর হয়েছে দাদা।
ধন্যবাদ
হৃদয়পুরের জংশন! বাহ! চমতকার ভাবনা!
ধন্যবাদ। শুভকামনা
সত্যি দারুণ লাগলো। শুভেচ্ছা ভরপুর।
ধন্যবাদ। শুভেচ্ছা