ঝিলমিল,
তোমার বৃদ্ধকাল কেটে যাবে অনায়াসেই-
আমার যৌবন বিনাশ করে তোমার জন্য লিখে যাচ্ছি সহস্র সঞ্জীবনী মহাকাব্য।
ঝিলমিল,
আমি বেঁচে থাকবো আমি জানি-
আমাকে বাঁচিয়ে রাখবে তুমি তোমার নাভিমূলে;
নারীত্বের পবিত্র জলে ধুয়ে মুছে যতন করে –
আমাকে তুমি বাঁচিয়ে রাখবে ফি-মাসে।
আমি জানি, আমাকে তুমি দেবে না বিদায় –
দেব না আমিও;
বিদায়ের অনুমতি কেউই আমরা চাইতে পারি না সমস্বরে।
আগমন ও বিদায় মধ্যবর্তী সময়ের নামঃ জীবন-সংক্ষেপ;
আমার আত্মজীবনী আমি লিখে যাচ্ছি তোমার আঙ্গুলে-
অতি সংক্ষেপ- খুব ছোট ছোট শব্দে-
সাংকেতিক কিছু ভাষা- কিছু লেখাজোকা;
শিখে নিও, শিখে নিও তুমি নির্ভুল সাঁটলিপি।
ঝিলমিল,
আমাকে জানতে জানতে আর নিজেকে খুঁজতে খুঁজতে
তোমার যখন খুব ইচ্ছে হবে আমাকে একবার ছুঁয়ে দেখবার-
তোমার যখন খুব ইচ্ছে হবে আমাকে একবার স্বচক্ষে দেখবার;
দেখতে আমাকে পাবে না তুমি- চোখের তারায় আমি আর নেই।
আমাকে আরও আরও পড়বার নেশা তোমাকে যখন পেয়ে বসেছে
আবার যখন পড়তে যাবে আমাকে – পারবে না।
আমার সুন্দর মুখটি দেখতে না পেয়ে-
চোখের ত্রিসীমানায় আমাকে না পেয়ে-
ততদিনে তুমি খুইয়ে ফেলেছ চোখের জ্যোতি।
চোখে চুমু খেয়ে বলি, ভয় নেই ঝিলমিল-
এই পর্যায়ের ভিতর দিয়ে আমাকেও হয়েছে যেতে-
অন্ধ আমিও হয়েছি বহুবার;
আলোর দেখা আমিও পাইনি বহুবছর।
চোখ ছাড়াও আমাকে তুমি পড়তে পাবে।
ঝিলমিল,
এই পর্যায়ে তুমি শিখে গেছো একটি বিশেষ পদ্ধতি-
পর্যায়ের নাম অনোপসিয়া, পদ্ধতির নাম ব্রেইল।
তুমি শিখে গেছো সাঁটলিপি- তুমি শিখে গেছো ব্রেইল;
এসো প্রিয়, এবার পড়ো আমাকে,
এসো প্রিয়, এবার আমাকে তুমি অভ্যেস করে নাও।
এসো প্রিয়, এবার আমার বুকে এসে পড়ো তুমি,
তোমার বৃদ্ধকাল কেটে যাচ্ছে অনায়াসেই-
বিশ্বাস করো ঝিলমিল,
আমার যৌবনও হয়ত এতটা মসৃণ ছিল না।
জাহিদ অনিক
(ছবিতে আমাকে দেখা যাচ্ছে নৌকার শেষ মাথায়, পড়ন্ত বিকেলে মেঘনার বুকে)
(২৩ শে অক্টোবর, ২০১৮)
আগমন ও বিদায় মধ্যবর্তী সময়ের নামঃ জীবন-সংক্ষেপ।
কবিতাও সুন্দর নৌকার শেষ মাথায়, পড়ন্ত বিকেলে মেঘনার বুকে আপনার ছবিও সুন্দর।
ধন্যবাদ কবি দিদিভাই।
আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো। শুভেচ্ছা ও কৃতজ্ঞতা
দারুণ লাগলো। অনিবার্য শুভেচ্ছা কবিকে। এরকম আরও আসুক।
ধন্যবাদ প্রিয় অর্ক
শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন
আপনার কবিতা মানে একরাশ মুগ্ধতা। শুভ সকাল মি. জাহিদ অনিক।
শুভ সন্ধ্যা মুরুব্বী।
আপনার মন্তব্য পেয়ে ভালো লাগছে।
দারুন । বৃদ্ধকাল মসৃণ হলে এর চাইতে উত্তম আর কি হতে পারে !!!
শুভকামনা রইলো ।
হ্যাঁ ঠিক বলেছেন- বৃদ্ধকাল মসৃণ হলে সত্যিই জীবন সুন্দর
ধন্যবাদ প্রিয় কবি
বাহ কবি জাহিদ ভাই। দূর্দান্ত লিখা। পছন্দ করলাম।
অসংখ্য ধন্যবাদ প্রিয় কবি সৌমিত্র চক্রবর্তী
ভালো থাকুন সুস্থ থাকুন
* অনেক সুন্দর একটি কবিতার জন্য ধন্যবাদ…
অনেক অনেক ধন্যবাদ জনাব মুহাম্মদ দিলওয়ার হুসাইন
ভালো থাকুন, সুস্থ থাকুন
শুভেচ্ছান্তে