আবেগিয় সত্ত্বায় তুমি ভরা আত্মায়
অনুভূত সারাক্ষণ তোমার স্পন্দন,
প্রীতের বন্যায় ভাসন্ত অন্যায়
মজবুত করেছে দুজনার বন্ধন।
কষ্টের ছোবলে ঠাঁই নিয়ে আঁচলে
অসাধ্য সাধনে দৃঢ় প্রতিজ্ঞ,
নির্বোধ এ আমায় প্রণয়ের আখ্যায়
প্রেমের দীক্ষায় করেছো অভিজ্ঞ।
বাস্তবে পাশে থেকে অনুভবে ছবি একে
আজব এক শান্তির দেখিয়েছো রাস্তা,
সাদামাটা জীবনে তুমি দ্বারা শোধনে
রত্নে রুপ নিল নয় আর সস্তা।
পেয়ে হারাবার ভয় অন্তরে ঠাঁই নেয়
অভয়ের বাণী তুমি করে যাও রচনা,
সারাক্ষণ পাশে থেকে উষ্ণতা দিয়ে ঢেকে
মহাসুখে ভরে দিলে জীবনের মোহনা।
হাত রেখে ও হাতে নিবিড় ঐ ছোঁয়াতে
কষ্ট ভুলে যাই দূর হয় ক্লান্তি,
সব ব্যাথা যাই ভুলে শুধু তুমি সাথী হলে
তুমি মানে স্বর্গ তুমি মানে শান্তি।
"বাস্তবে পাশে থেকে অনুভবে ছবি এঁকে
আজব এক শান্তির দেখিয়েছো রাস্তা,
শাদামাটা জীবনে তুমি দ্বারা শোধনে
রত্নে রুপ নীল নয় আর সস্তা।"
এতো সুন্দর ছন্দ রসে লিখেন কিভাবে কবি !!
আপনার অনুপ্রেরণায় লিখি মুরুব্বী। আপনাদের অনুপ্রেরণায় লিখি।
ভাল থাকুন। অনেক ধন্যবাদ। শুভরাত্রি।
অনিন্দ্য সুন্দর ভালোবাসার কবিতা। অভিনন্দন কবি দা।
অনেক অনেক ধন্যবাদ জানবেন দিদি।
ভাল থাকবেন। শুভ রাত্রি।
ভালো প্রেমের কবিতা।
শুভেচ্ছান্তে
অনেক ধন্যবাদ।
ভাল থাকুন।
আপনার লেখনীয় কবিতা পাঠে মুগ্ধ গয়ে গেলাম শ্রদ্ধেয় দাদা। কবিতাটি মনে রাখারমত।
আপনাকে অজস্র ধন্যবাদ। আশা করি ভালো থাকবেন।
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন দাদা।
ভাল থাকবেন সর্বক্ষণ।
আসলেই খুব ভালো লিখেছেন শেখ বাবু ভাই। অভিনন্দন জানালাম।
ভাল থাকবেন চক্রবর্তী দা।