আমার বলতে কিছুই নেই

আমার বলতে কিছুই নেই

আমার পৃথিবীতে আমি হলাম বড় একা
যেদিকে তাকাই দেখি নীরব নিস্তব্ধতা,
শব্দ নেই, নেই পাখির কোনও কলরব
চারদিক দেখি শুধু হাহাকার অস্থিরতা।

আমি বড় একা কেউ নেই পাশে আমার
এসেছি একা একসময় চলে যাবো একা,
একসময় থাকে সবাই থাকে ধনসম্পদ অজস্র
সময়তে থাকে না কিছু ভাণ্ডার হয়ে যায় ফাঁকা।

সূর্যিকে ভেবেছি আপন আলো দেয় বলে
চাঁদকেও ভেবেছি তা-ই চাঁদ জোৎস্না ছড়ায়,
বাতাসটা রেখেছিলাম মনের মণিকোঠায়
বাতাস দেয় না ধরা শুধু আসে আর যায়।

আকাশটাকে ছুঁতে চেয়েছি পারিনি শূন্য বলে
রূপালি তারার দেশে যেতে চেয়েছি পারিনি,
নিঃশ্বাসটাকে চিরতরে আটকাতে চেয়েছি আমি
নিশ্বাসের যে বিশ্বাস নেই তা কোনদিন ভাবিনি।

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

10 thoughts on “আমার বলতে কিছুই নেই

  1. আমাদের আশা আকাঙ্খা প্রাপ্তি অপ্রাপ্তি চাওয়া না চাওয়া সবই নিশ্চয়ই কেউ না কেউ নিয়ন্ত্রণ করে। যিনি হচ্ছে হচ্ছেন আমাদের ভাগ্য বিধাতা। যাই হোক … যাহা ঘটে তাহা অদৃশ্য শক্তিমানের ঈশারায় ঘটে। ___ শুভেচ্ছা মি. নিতাই বাবু।

    1. স্বনামধন্য এই শব্দনীড়ে যা-ই লিখি, তা আপনার অনুপ্রেরণার ফসল। আমার প্রতি আপনি সহ এই শব্দনীড়ের সকলের আশীর্বাদ আর ভালোবাসা আছে বলেই, এখানে লিখতে পারছি শ্রদ্ধেয় কবি দাদা। আশা করি যতদিন লেখালিখির মাঝে থাকি লিখেই যাবো। আপনার জন্য শুভকামনা রইল । আশা করি ভালো থাকবেন।

      1. আপনার প্রতিও আমাদের শুভকামনা মি. নিতাই বাবু। শুভ সকাল। :)

    1. কিন্তু দিদি সকালে ঘুম থেকেই উঠে বললে থাকি, যা আছে সবই আমার । আসলে কি তা-ই? আমার বলতে কি কিছু আছে শ্রদ্ধেয় দিদি? 

  2. সূর্যিকে ভেবেছি আপন আলো দেয় বলে
    চাঁদকেও ভেবেছি তা-ই চাঁদ জোৎস্না ছড়ায়।

    আমাদের বলতে কিছু না থাকলেও তো স্বপ্ন আছে !! :)

    1. জন্মের পর থেকে এই স্বপ্নের ঘোড়েই রয়ে গেলাম শ্রদ্ধেয় দাদা। স্বপ্ন নিয়েই আমাদের সকলের বেঁচে থাকা। জীবন আছে তো স্বপ্ন আছে। স্বপ্ন নেই তো জীবন নেই।

  3. আমার কিছুই না থাক তাতে কোন দু:খ নেই, যার আছে তার থাকলেই হবে সেই আমার যথেষ্ঠ। সুন্দর লিখেছেন দাদা। শুভেচ্ছা অবিরত।

     

    1. আপনার জন্যও রইল শুভকামনা শ্রদ্ধেয় খালিদ দাদা। আশা করি ভালো থাকবেন।

মন্তব্য প্রধান বন্ধ আছে।