খোলা বাতায়ন বায়ু সারাক্ষণ,
শ্রাবণ কদম ভ্রমর মিলন।
ছোটে মেঘ দল প্রাণ চঞ্চল,
বৃষ্টি ধারায় হৃদয় কোমল।
আঁধার রাতের নীরবতা,
ক্লান্ত দেহের প্রাঞ্জলতা।
হুঙ্কার দেয় ঝড়ো হাওয়া,
বিঘ্নিত হয় পরম পাওয়া।
অধীর মোহের এ আগ্রহ,
শ্রাবণ মেঘের প্রীতি স্নেহ।
বৃষ্টি জলে ভরল উঠোন,
টাপুর টুপুর সেকি ক্রন্দন।
স্মৃতি জুড়ে মন মোহিনী,
হৃদয় কাঁপায় বজ্রধ্বনি।
ঘুচে দিতে এই দূরত্ব,
শ্রাবণ মেঘের সে বীরত্ব।
বাতায়নে আবার একা,
বৃষ্টি ফোঁটায় ভাগ্য লেখা।
দূরে কিংবা কাছে স্বজন,
গভীর স্বপ্নে মগ্ন শ্রাবণ।
আজি মেঘ গরজিছে শ্রাবণ আকাশে
গুরু গুরু ডাকে দেয়া সুবাসিত বাতাসে।।
ঘনঘটা বেজে শোন পিয়ালের বনে
উথলে বিরহ জ্বালা প্রিয়ার মনে
এ লগনে তাহারে বলা যায় কি আভাসে
যদি না বাতাস বহে বকুল সুবাসে।।
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
ভাল থাকবেন।
পাশে থাকবেন।
সাত সকালে মন ভালো করে দেয়ার মতো লিখা পড়লাম। অভিনন্দন মি. বাবু।
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
ভাল থাকবেন।
পাশে থাকবেন।
আপনার লেখা সুন্দর একটা কবিতা পড়লাম শ্রদ্ধেয় দাদা। আশা করি এমন আরও অনেক মনমাতানো কবিতা আপনার কাছ থেকে পাবো ।
ভালো থাকবেন শ্রদ্ধেয় বাবু দাদা।
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
ভাল থাকবেন।
পাশে থাকবেন।
আপনার কবিতা আমার কাছে সব সময় ভাল লাগে বাবু দা। অভিনন্দন রইল।
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
ভাল থাকবেন।
পাশে থাকবেন।
চমৎকার।
অনেক ধন্যবাদ দাদা।
ভাল থাকুন।