আমার অভ্যন্তরে এখন আর নেই তুমি
শীতের কুয়াশার মত ক্ষণিকা এখন আর নও তুমি
আজকাল প্রগাঢ় আলিঙ্গনে-
আমাকে ভালোবাসো তুমি;
আমাকে ভালোবাসো তুমি আমার চেয়ে বেশি।
ভালো তুমি বাসো আমাকে- এই মিথ্যে;
সত্যি সত্যি সত্য হোক তিন সত্যে।
প্রিয়,
জনসম্মুখে এই মিথ্যেটুকু বলতে বাধ্য হচ্ছি –
কি করে বলি কেবল বেহায়া স্বার্থপরের মত;
সব ভালো কেবল আমিই বেসেছি; তুমি বাসো নি-
তাই কি হয়? হতে পারে বলো !
সমস্ত মিথ্যের বাইরে কেবল একটি সত্য ছিলেম আমি-
যেভাবে নগ্ন চাঁদ বিস্তার করে আকাশে-
নিজেকে নগ্ন করে দ্যুতি ছড়ায়, জ্যোৎস্না নামায়-
তোমার বুকে তেমনি আরাধ্য হয়ে ছিলাম আমি-
ছিলাম হয়ে এক অবাধ্য প্রেমিক।
জ্যোৎস্নার টানে নিজেকে তুমি করেছো সংবরণ
জল’কে করেছ শাসন শক্ত হাতে-
অতঃপর চন্দ্রদিন শেষ হয়ে এলে-
চাঁদ যেভাবে হারায় জ্যোৎস্না’কে;
আমি তোমাকে- তুমিও আমাকে – যুগপৎ
আকস্মিক পথভ্রষ্ট হয়ে আমরা ভূপাতিত হই
হারিয়ে যাই মৃত্তিকার গর্ভে।
———–
জাহিদ অনিক
০১ লা নভেম্বর, ২০১৮
পাঁচ তারকা উপহার মি. জাহিদ অনিক।
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা মুরুব্বী। এই ব্লগে আপনার থেকে অনেক অনুপ্রেরণা পেয়েছি- পাচ্ছি
শুভ সকাল।
* অনেক সুন্দর কবিতা…
কবিতা পাঠ ও চমৎকার মন্তব্যে অনেক ধন্যবাদ জনাব মুহাম্মদ দিলওয়ার হুসাইন
শুভেচ্ছা ও কৃতজ্ঞতা
বাহ আপনার লেখার ধার বাড়ছে ক্রমেক্রমে। শুভেচ্ছা ভরপুর। স্বচ্ছ সুন্দরের চর্চা চলুক নিরবচ্ছিন্নভাবে।
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় অর্ক।
শুভেচ্ছা ও ভালোবাসা নিরন্তর
জাহিদ ভাই, বরাবরই আপনার কবিতায় পাঠককে মুগ্ধ করেই ছাড়েন দেখছি।
বাহ ! কি সুন্দর আপনার মন্তব্য
কবিদের মন্তব্য কাব্যিক হয়
শুভেচ্ছা প্রিয়
এরচে উন্নত কবিতা (আপনার) আগে অনেকগুলি পড়েছি। ইনফ্যাক্ট এই ব্লগে এটা সহ আপনার যতোগুলি কবিতা পড়েছি সবগুলিই অসাধারণ ছিল।
হ্যাঁ প্রিয় মিড ডে ডেজারট, এই ব্লগে এই কবিতার চেয়ে ভালো লাগার মত কবিতা আমার কাছে। আপনার পর্যবেক্ষন আমার ভাল লেগেছে।
আই লাইক ইউর দিস টাইপ অফ কমেন্ট, অনেক অনেক ধন্যবাদ।
শুভেচ্ছান্তে
অসাধারণ জাহিদ দা।
থ্যাংকস কবি দি'ভাই
আপনার মন্তব্য পেয়ে আশ্বস্ত হলাম।
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা