হোক সাদা কিংবা কালো;
রঙে কী বা যায় আসে !
হাসির পেছনে ছুঁরির ফলা
লোভীরাই যে পুঁড়ে
আত্ম অনলে শেষে।
শান্তির শপথে পায়রা পুষে;
অহংকারী কি পায়,
শান্তি অবশেষে ???
হোক সাদা কিংবা কালো;
রঙে কী বা যায় আসে !
হাসির পেছনে ছুঁরির ফলা
লোভীরাই যে পুঁড়ে
আত্ম অনলে শেষে।
শান্তির শপথে পায়রা পুষে;
অহংকারী কি পায়,
শান্তি অবশেষে ???
মন্তব্য প্রধান বন্ধ আছে।
শান্তির শপথে শান্তিকামী সবাই। শান্তিই যখন অশান্তি ডেকে আনে ঘটে বিপর্যয়। ___ লম্বা বিরতের পর আবার আপনার লিখার দেখা পেলাম মি. রোমেল আজিজ। শুভরাত্রি।
শান্তির শপথে পায়রা পুষে;
অহংকারী কি পায়,
শান্তি অবশেষে ???
আমার মনে হয় বেশির ভাগ মানুষই তা পায় না শেষে
দারুণ কবি আজিজ ভাই।
ধন্যবাদ
অসাধারণ কবি দা।
ধন্যবাদ দিদি
নাহ – শান্তি পায় না।
শান্তি নেই
ভালো লাগলো অণুকাব্য