তোমার উপর নির্ভর করার নামই যদি হয় ভালোবাসা
হ্যাঁ তবে আমি তোমাকেই ভালোবাসি ৷
তোমার উপর নির্ভর করার নামই যদি হয় স্বপ্ন দেখা
হ্যাঁ তবে আজ আমি স্বপ্ন দেখা শিখেছি ৷
তোমার উপর নির্ভর করার নামই যদি হয় বেঁচে থাকা
হ্যাঁ তবে আমি আজ বাঁচতে শিখে গেছি ৷
তোমার উপর নির্ভর করার নামই যদি হয় দিন গুনা
হ্যাঁ তবে আমি তোমার জন্যই দিনগুনি ৷
তোমার উপর নির্ভর করার নামই যদি হয় প্রতিক্ষার
হ্যাঁ তবে আমি অাজও প্রতিক্ষায় আছি ৷
তোমার উপর নির্ভর করার নামই যদি হয় রাত জাগা
হ্যাঁ তবে আমি আজও রাত জেগেই থাকি ৷
তোমার উপর নির্ভর করার নামই যদি হয় প্রত্যাশা
হ্যাঁ তবে আমি তোমার ভালোবাসা প্রত্যাশী ৷
তোমার উপর নির্ভর করার নামই যদি হয় আশা করা
হ্যাঁ তবে আমি আজ হতাশাকে ছুটি দিয়েছি ৷
তোমার উপর নির্ভর করার নামই যদি হয় অনূভব করা
হ্যাঁ তবে আমি তোমাকে অনুভব করি ৷
বাহ্ বা কাজী জুবেরি মোস্তাক ভাই। মন ভরে গেলো। তোমার জন্যই সব।
ঠিক তাই
আজকের কবিতা ভিন্ন স্বাদের বলে ভীষণ পছন্দ হলো কবি দা।
ভালোবাসা অহর্নিশ দিদিভাই
"তোমার উপর নির্ভর করার নামই যদি হয় প্রত্যাশা
হ্যাঁ তবে আমি তোমার ভালোবাসা প্রত্যাশী ৷
তোমার উপর নির্ভর করার নামই যদি হয় আশা করা
হ্যাঁ তবে আমি আজ হতাশাকে ছুটি দিয়েছি।"
সকল হতাশা দূর হোক এটাই তো প্রত্যাশা করি কবি। ভালো থাকুন সর্বদা।
ভালোবাসা অহর্নিশ প্রিয়