নম্র মুখের নেকাব সরাও
তামাটে ধরায় নেমে আসুক সরলপ্রেম
তোমার নাকফুলে লেগে থাকা বাতাস
অদম্য ভাবে আমাকে টেনে আনে
শাদা নদীর মতো যার মন
ধাবমান দৃষ্টিতে কিইবা ক্ষতি হবে
তোমাকেই শুধু পড়ছি
সকাল সন্ধ্যা রাত অবধি
অথচ তীব্র ছলে হও পরদেশী
এখানে দিনমান ছড়িয়ে থাকে
সূর্যফুলের শান্ত সৌরভ
নেকাব সরাও এলিজি
পথ শেষ হতে এখনো অনেক দেরি।
কবিতা পড়লাম প্রিয় কবি দা। আশা করি ভাল আছেন।
সুন্দর কবিতায় অভিনন্দন কবি মোকসেদ ভাই।
পরিচ্ছন্ন কবিতা উপহার প্রিয় কবি মি. মোকসেদুল ইসলাম।