সান্ধ্য আঁধারের অলক্ষ্যে দাঁড়িয়ে
পলাতক বাতাসে
খোঁপা খুলে যাওয়া এলোমেলো চুলে,
দেখেছিলাম তোমায় নিয়ন অালোতে ৷
অনুপ্রবেশ করলে সীমান্ত পেরিয়ে
হৃদয়ের করিডোরে
নিমিষে মনের মানচিত্রের দখল নিলে,
আর আমিও পরবাসী হলাম সেই থেকে ৷
তুমিই জয়ী আজ দখলের রাজত্বে
আমিও গেলাম হেরে
আবিষ্কার হলাম আমি তোমার আয়ত্তে,
বর্গাচাষী অাজ অামি তোমার হৃদয়ভূমিতে ৷
আপনার লেখায় গুণগত পরিবর্তন এসেছে বেশ। শুভেচ্ছা নিন কবি দা।
অনুপ্রেরণার জন্য কৃতজ্ঞতা দিদিভাই
অনুপ্রবেশ করলে সীমান্ত পেরিয়ে
হৃদয়ের করিডোরে
নিমিষে মনের মানচিত্রের দখল নিলে,
আর আমিও পরবাসী হলাম সেই থেকে৷
একদম
এমন হারে .. জিতে'র আনন্দ আছে কবি।
অনেক আনন্দ মুরুব্বী
সুন্দর প্রয়াস, চালিয়ে যান, ভাল কিছু হবে ইনশাআল্লাহ